১০ . J-10
অধিক পরিচিত ” Vigorous Dragon” হিসেবেই । Jian-10 সব-আবহাওয়ায়
ব্যবহৃত জঙ্গী বিমান , এটি ডিজাইন করে চেংদু বিমান শিল্প কর্পোরেশন চীনের
পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (PLAAF) জন্যে । ভিতরের পোর্টের দিকে
দুইটি ব্যারেল কামান যুক্ত করা হয়েছে যেখানে বাইরের ১১ টি পয়েন্ট কমপক্ষে
৬০০০ কেজি অস্ত্রসম্ভার বহন করতে পারে ।
৯ . MiG-35 :
মিগ-35 জেট জঙ্গী বিমানটি 4+ জেনারেশনের অন্তর্ভুক্ত , স্বতন্ত্র কল্পিত
অপটিক্যাল লোকেটর সিস্টেমের (OLS) কারনে এটি পরিচিত , যা বিমানটিকে
বিভিন্ন মিশনে গেলে গ্রাউন্ড থেকেই কন্ট্রোল করা যায় । প্রত্যেক পাখায়
Laser Emission Detector (LED) থাকে যা বিপদের আগে এটিকে সতর্ক করে দেয়
এবং ইনফ্রারেড রেঞ্জের মধ্যে যেতে বাধা দেয় ।
৮. T-50 Golden Eagle:
কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি কতৃক নির্মিত, T-50 Golden Eagle
বিশ্বের কয়েকটি সুপারসনিক অ্যাডভান্স ট্রেইনার এক মধ্যে ধরা হয় । A-50 20
মিমি এর একটি কামান ককপিটের পিছনে স্থাপন করা থাকে যা ২০৫ রাউন্ড
গোলাবারুত রাখতে সক্ষম । এই বিমানটি ইলেকট্রনিক যুদ্ধে খুবই ক্ষমতা সম্পন্ন
হিসেবে পরিচিত ।
৭ . F-16 Fighting Falcon:
F-16 কে বলা হয় viper (বিষাক্ত সাপ ) , এই জঙ্গী বিমানের সবচে বড়
বৈশিষ্ট্য হচ্ছে এটি গতিতে সমতা রাখতে পারে । পাইলটের সিটটি ৩০ ডিগ্রী
পর্যন্ত পিছনে বেকে যায় যদি অভিকর্ষজ বল কোন সমস্যার সৃষ্টি করে ।
৬ . Rafale:
মারাত্মক ক্ষমতা সম্পন্ন বিমানটি আকাশে পাল্লা দিয়ে যুদ্ধ করতে
অতুলনীয় । রাফালে ফরাসি একটি সামরিক এবং ব্যবসা জেট বিমানের নির্মাতা
দেসাল্ট এভিয়েশনের একটি পণ্য । এটি SPECTRA নামক একটি ইলেক্ট্রনিক সিস্টেম
সাপোর্ট করে যা নিচ থেকে আসা সব হুমকির অ্যালার্ট দেয় ।
৫ . JAS 39 Gripen:
JAS 39 Gripen একটি হালকা ওজনের জঙ্গী বিমান যার ৮ টি হার্ড পয়েন্টে
বিভিন্ন মিসাইল ও বোমা বহন করতে পারে । এটি বেশি পরিচিত এর ডেল্টা পাখার
কারনে যা খুব সচেতনতার সাথে বিমানটিকে চালনা করে । এই জঙ্গী বিমান একটি
অত্যাধুনিক PS-05 / পালস-ডপলার এক্স ব্যান্ড রাডার সাপোর্ট করে যা ১২০ কিমি
দূরের বস্তুকে পর্যবেক্ষণ ও চিহ্নিত করতে পারে ।
৪. Eurofighter Typhoon:
গ্রেট ব্রিটেন, ইতালি, স্পেন এবং জার্মানি এই চারটি দেশের কোম্পানীর
একটি সিন্ডিকেট ডিজাইন ও নির্মান করেছে । এই বিমানটি অনেক যুদ্ধে জয়ী
হয়েছে । Eurofighter টাইফুন একটি অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেম সাপোর্ট
করে “Praetorian” নামে আকাশের সব হুমকি এমনকি একই সাথে আকাশে থেকেও নিচের
সব হুমকির সাড়া দিতে পারে ।
৩ . Su-27:
অধিক পরিচিত “রাশিয়ান উড়ন্ত দানব” হিসেবেই Sukhoi su-27 একটি জেট
বিমান যা 3530 কিমি দূরের কোন কিছুকে নিমিষেই মুছে ফেলতে সক্ষম । এটি
যুদ্ধে আকাশে শ্রেষ্ঠত্ব প্রমান করে আর চতুর্থ জেনারেশনের বিমানের তালিকার
প্রথম দিকেই থাকে এটি ।
২ . F/A-18 Hornet:
চমৎকার অ্যারোডাইনামিক বৈশিষ্ট্য এবং অনেক দিক থেকে আক্রমণ ক্ষমতা
সম্পন্ন , এই মাল্টি মিশন যুদ্ধকৌশলসংক্রান্ত বিমানটি হল মার্কিন মর্যাদার
প্রাণ । এই দ্রুত আর ভয়ঙ্কর সব যুদ্ধে বিমানটিকে পাইলটরা খুব সহজেই ঘুরাতে
পারে ।
১ . F-22 Raptor:
পৃথিবীর সবচে বিপদজনক জঙ্গী বিমান এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে
গুরুত্বপূর্ন বিমান বলা যায় F-22 Raptor কে । একটি পঞ্চম প্রজন্মের জঙ্গী
বিমান । এটি দ্রুততর , নিমিষেই গলিয়ে দিতে পারে সবকিছু । প্রাণঘাতী
আক্রমনের জন্যেই এটি সমাদৃত আমেরিকান বিমান বাহিনীর নিকট ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন