মজিলার এই এক্সটেনশন দিয়ে আপনি একসঙ্গে একাধিক আইডি লগইন করাতে পারবেন।
বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন তাদের একই সাইট এ একাধিক আইডি থাকে। দেখা
যায় যে ওই সাইট গুলো একসাথে একটার বেশি আইডি লগইন করতে দেয় না । তারা
ইচ্ছা করলে সবগুলো আইডি একই সাথে লগইন করে কাজ করতে পারবে। এছাড়াও একাধিক
ফেসবুক, ইয়াহু, জিমেইল, হটমেইল, / আপনার যেটা দরকার ওইটা লগিন করাতে
পারবেন।
এটার নাম মালটিফস্ক…
প্রথমে মজিলার এই এক্সটেনসনটি ডাউনলোড করে নিন
http://downloads.mozdev.org/br/multifox-1.3.3.xpi
ডাউনলোড শেষ হলে মজিলা রিস্টার্ট দিন। এবার আপনার যে সাইট টি তে লগইন করা দরকার করুন। এবার ওই একই সাইট এ অন্য একটি আইডি লগিন করাতে চাইলে মজিলার নিউ ট্যাব অপশন থেকে নিউ আইডেন্টি প্রফাইল এ ক্লিক করুন।

একটা নিউ উইন্ডো খুলবে। এখানে অন্য একটা আইডি লগইন করুন। আবার একটা আইডি লগইন করাতে চাইলে ওই একই পদ্ধতি অনুসরণ করুন। এভাবে ইচ্ছামত আইডি লগইন করুন। এভাবে যত খুশি আইডি লগইন করতে পারবেন একই ব্রাউজার এ।
এটার নাম মালটিফস্ক…

প্রথমে মজিলার এই এক্সটেনসনটি ডাউনলোড করে নিন
http://downloads.mozdev.org/br/multifox-1.3.3.xpi
ডাউনলোড শেষ হলে মজিলা রিস্টার্ট দিন। এবার আপনার যে সাইট টি তে লগইন করা দরকার করুন। এবার ওই একই সাইট এ অন্য একটি আইডি লগিন করাতে চাইলে মজিলার নিউ ট্যাব অপশন থেকে নিউ আইডেন্টি প্রফাইল এ ক্লিক করুন।

একটা নিউ উইন্ডো খুলবে। এখানে অন্য একটা আইডি লগইন করুন। আবার একটা আইডি লগইন করাতে চাইলে ওই একই পদ্ধতি অনুসরণ করুন। এভাবে ইচ্ছামত আইডি লগইন করুন। এভাবে যত খুশি আইডি লগইন করতে পারবেন একই ব্রাউজার এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন