শনিবার, ২১ জুলাই, ২০১২

পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে ঠিক সময়ে

আপনি ইচ্ছে করলে সহজেই আপনার পিসি নির্ধারিত সময়ে বন্ধ (শাটডাউন) করে দিতে পারেন। এ জন্য সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করার সময় কত মিনিট পর আপনার পিসি বন্ধ করতে চান, সেটা ঠিক করে দিতে হবে। চাইলে কাজটি ম্যানুয়ালিও করা যায়। এরপর Apply-এ ক্লিক করে দিলেই হবে। কাজটি করা যাবে অটো শাটডাউন নামক সফটওয়্যার দিয়ে। এ ছাড়া, নির্দিষ্ট তারিখ ও সময় দিয়েও কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা সম্ভব। সফটওয়্যারটি ইনস্টলের পর আপনার উইন্ডোজের নিচে যেখানে ঘড়ির সময় দেখা যায়, তার বাঁ পাশে একটি আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করলে সফটওয়্যারটি চালু হবে। ৯০২ কিলোবাইটের সফটওয়্যারটি নামানো যাবে http://goo.gl/uUiUQ ঠিকানা থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন