মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

Windows 8 এর বুটেবল ISO ফাইল তৈরি করার টিউটোরিয়াল

আজকে আমরা দেখে নিব কিভাবে উইন্ডোজ ৮ এর আইএসও ফাইল তৈরি করবেন। আইএসও ফাইল আপনি ডিভিডি তে রাইট করতে পারবেন এবং এটি বুটেবল হবে যার ফলে নিজে তৈরি করা আইএসও ফাইল আপনি ডিভিডি তে রাইট করে সেটি দিয়ে উইন্ডোজ ৮ সেটআপ দিতে পারবেন খুব সহজে। তাহলে আসুন দেখি টিউটোরিয়ালটি।
win8
1. প্রথমে ESD-TO-ISO.zip ফাইলটি ডাউনলোড করে নিন।
download
2. এবার সেভ করে extract করুন। 3. এবার Unblock করে নিন ESD-TO-ISO.EXE ফাইলটি এবং ESD-TO-ISO.EXE ফাইল টি ওপেন করুন রাইট ক্লিক করে Run as administrator দিয়ে।
4. এবার Yes দিন (Windows 7/8) অথবা Continue (Vista)
5. এবার GO
Name:  ESD-1.jpg<br />
Views: 6656<br />
Size:  18.3 KB
6. ক্লিক Yes
Name:  ESD-2.jpg<br />
Views: 6650<br />
Size:  12.6 KB
7. এটি একটি ISO ফাইল তৈরি করবে ।
Click image for larger version
8. যদি create (burn) a bootable DVD দেন তাহলে এটি বুটেবল হবে অন্যথায় কেন্সাল করে দিন।
Name:  ESD-4.jpg<br />
Views: 6622<br />
Size:  26.7 KB
9. কাজ শেষ আমাদের তৈরি হয়ে গেছে উইন্ডোজ ৮ এর বূটেবল আইএসও ফাইল। Windows 8 এর Upgrade ISO ফাইলটি আছে C: ড্রাইভে যেমনঃ C:\WIN8x64.iso Click image for larger version

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন