মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

টিপস

এক পিসি একাধিক ব্যক্তি ব্যবহার করলে ব্যক্তিগত কিছু তথ্য অনেকে জেনে যেতে পারে। তবে এ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার পর ব্রাউজার থেকে ইতিহাস মুছে ফেললে তার আর পরে কেউ দেখতে পাবে না। নির্দিষ্ট ব্রাউজারে গিয়েও ইতিহাসগুলো প্রতিবার ব্যবহার করে মুছে ফেলা যায়। তবে এ কাজটি করা যায় সফটওয়্যারের মাধ্যমেও।
সফটওয়্যারটির অটো ইরেজার অন করা থাকলে সহজে ব্যবহারের পর সব ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ৪১৭ কিলোবাইটের সফটওয়্যারটি নামানো যাবে
http://roufmomen.blogspot.com/2012/07/history.html ঠিকানা থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন