মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

হাত ঠান্ডা রাখবে মাউস!

যাঁরা প্রফেশনাল গেমার তাঁরা সাধারণত সারাক্ষণই চাপের মধ্যে থাকেন। আর এই চাপের মধ্যে ঠান্ডা বা শান্ত থাকাটা তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি। গেমারদের এ সমস্যার কথা মাথায় রেখে তাঁদের শান্ত রাখতে ‘থার্মালটেক’ তৈরি করছে এক ব্যতিক্রমী মাউস। ‘ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন’ নামের নতুন এ মাউসটি শুধু উচ্চ কর্মসঞ্চালনের জন্যই ডিজাইন করা হয়নি। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এর ডিটাচেবল ফ্যান। মাউসের এই ফ্যানটি ব্যবহারকারীর হাতকে সহজেই ঘাম থেকে ঠান্ডা রাখবে। তবে এটি শুধু ফ্যানকোল্ড গেইমিং মাউস নয়, এর সঙ্গে একটি এক্সটারনাল অর্থাৎ বাহ্যিক ফ্যানও আছে। ছোট ১.২ ইঞ্চি (৩০ মিলিমিটার) সাইজের এ ফ্যানটি সামনে বা আঙুলের ওপর ঘুরবে। তা ছাড়া যখন এটি ব্যবহার না হবে, তখন খুলেও রাখা যাবে। ফ্যানটি ঘুরবে ছয় হাজার আরপিএম গতিতে। এতে শব্দও খুব বেশি হবে না, ২১.৭ ডিবি মাত্রার সামান্য শব্দ হবে।
ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন মাউসটি তৈরিতে ফ্যানটিই একমাত্র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নয়। এর আছে আরগোনমিক ডিজাইন ও ইজি-গ্রিপ রাবার কোটিং, মানানসই বিভিন্ন ওজনের সুবিধা। গেইমাররা তাঁর পছন্দমতো এ মাউসটিতে বাড়তি ওজন সংযুক্ত করতে পারবেন অথবা মাউসটির ওজন কমিয়ে ফেলতে পারবেন। তা ছাড়া ব্যবহারকারীদের জন্য মাউসটিতে রয়েছে যথাযথভাবে ছয় হাজার ৫০০ ডিপিআই লেজার সেন্সর ও নয়টি কাস্টোমাইজেবল বা স্বনির্ধারিত ম্যাক্রো কি। নিচের একটি বাটনে থাকা পাঁচটি উজ্জ্বল রং মাউসটির পাশে আলো দেবে। এই ব্ল্যাক এলিমেন্ট সাইক্লোন মাউসটি কবে বাজারে আসবে কিংবা এর দাম কত হবে, সে ব্যাপারে থার্মালটেক এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন