আমরা অনেকেই নিজেদের ব্রাউজারের থিম চেঞ্জ করে নেই একঘেয়েমি কাটানোর
জন্য। একটা লুক সবসময় ভালো লাগেনা এটাই স্বাভাবিক। এই চেহারা পাল্টাতে
যেয়েই আমরা নানা ধরণের থিম ব্যবহার করে থাকি। তাই আজকে আমরা শেখবো থিম না
ব্যবহার করেই ফায়ারফক্সের চেহেরা কিভাবে পাল্টানো যায়
।

কাজটি আমরা করবো এড-অন এর মাধ্যমে। আমরা Stratiform 3.0.1 এড-অন টি ফায়ারফক্সে অ্যাড করে নেই।

https://addons.mozilla.org/en-us/firefox/addon/stratiform/
অ্যাড হবার পর ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট দিন।

ফায়ারফক্স রিস্টার্ট হয়ে গেলে আপনি আপনার হোমপেজে সেটিং দেখতে পাবেন। যদি না দেখতে পান তবে এখানে চলে যান about:stratiform ।

ডানপাশের অপশনগুলো থেকে সেটিং এর মাঝে ক্লিক করলেই এই উইন্ডো টি দেখতে পাবেন। আপনি এখান থেকে টুলসবার, ট্যাব, অ্যাপ্লিকেশন বাটন চেঞ্জ করে নিতে পারবেন।
প্রিসেটঃ

এটি একটি দুর্দান্ত অপশন। আপনি এটি দ্বারা রং, টুলবারের আকার, স্বচ্ছতা সব পরিবর্তন করতে সক্ষম। আপনি আপনার পছন্দমতো চেহারা এখান থেকেই তৈরি করে নেইতে পারবেন।
স্টাইলঃ

আপনি ফায়ারফক্সকে আরো পরিবর্তন করতে চাইলে এখানথেকে সুবিধা নিতে পারবেন।
রঙের খেলাঃ

আমরা সবচে পছন্দ হয়েছে এই অপশনটি। এতো বছরের এই ঘেয়েমি রং আমি কিছু সময়ের মধ্যেই এখান থেকে পাল্টে দিতে পেরেছি
অবশেষেঃ

এটি হচ্ছে আপনার আমার সকলের ফায়ারফক্সের সাধারণ চেহারা
।

আর কাজশেষে আপনার ফায়ারফক্স হয়ে উঠবে নতুন দিনের রঙে রাঙ্গিত


কাজটি আমরা করবো এড-অন এর মাধ্যমে। আমরা Stratiform 3.0.1 এড-অন টি ফায়ারফক্সে অ্যাড করে নেই।

https://addons.mozilla.org/en-us/firefox/addon/stratiform/
অ্যাড হবার পর ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট দিন।

ফায়ারফক্স রিস্টার্ট হয়ে গেলে আপনি আপনার হোমপেজে সেটিং দেখতে পাবেন। যদি না দেখতে পান তবে এখানে চলে যান about:stratiform ।

ডানপাশের অপশনগুলো থেকে সেটিং এর মাঝে ক্লিক করলেই এই উইন্ডো টি দেখতে পাবেন। আপনি এখান থেকে টুলসবার, ট্যাব, অ্যাপ্লিকেশন বাটন চেঞ্জ করে নিতে পারবেন।
প্রিসেটঃ

এটি একটি দুর্দান্ত অপশন। আপনি এটি দ্বারা রং, টুলবারের আকার, স্বচ্ছতা সব পরিবর্তন করতে সক্ষম। আপনি আপনার পছন্দমতো চেহারা এখান থেকেই তৈরি করে নেইতে পারবেন।
স্টাইলঃ

আপনি ফায়ারফক্সকে আরো পরিবর্তন করতে চাইলে এখানথেকে সুবিধা নিতে পারবেন।
রঙের খেলাঃ

আমরা সবচে পছন্দ হয়েছে এই অপশনটি। এতো বছরের এই ঘেয়েমি রং আমি কিছু সময়ের মধ্যেই এখান থেকে পাল্টে দিতে পেরেছি

অবশেষেঃ

এটি হচ্ছে আপনার আমার সকলের ফায়ারফক্সের সাধারণ চেহারা


আর কাজশেষে আপনার ফায়ারফক্স হয়ে উঠবে নতুন দিনের রঙে রাঙ্গিত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন