- ১৫৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী দার্শনিক ও বিজ্ঞানী রেনে দেকার্তের জন্ম।
- ১৬৩১ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি জন ডানের মৃত্যু।
- ১৬৬৩ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সেনাপতি মীর জুমলার ইন্তেকাল।
- ১৭১৩ খ্রিস্টাব্দের এই দিনে ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
- ১৭২৭ খ্রিস্টাব্দের এই দিনে বিজ্ঞানী আইজাক নিউটনের মৃত্যু।
- ১৭৭৪ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
- ১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
- ১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
- ১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে প্যারিতে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
- ১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি অক্তাভিও পাজের জন্ম।
- ১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৫৪ সালের এ দিনে জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
- ১৯৬৬ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
- ১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
- ১৯৭৯ সালের এ দিনে আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
- ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পপতি এ কে খান-এর ইন্তেকাল।
- ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
From this blog you can find some information's that related to computer ,media,electronics,movies,songs,interesting news,worlds current facts,medical,sports news and so on.
রবিবার, ৩১ মার্চ, ২০১৩
31 মার্চ এ বিশ্বের সকল স্বরনীয় ইতিহাস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন