শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

বিখ্যাত ব্যক্তিদের আজব কাণ্ড

লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।       @!@@    খামোখা !!!

রবীন্দ্রনাথ ঠাকুর:বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না। !!!!!!!!!!!কেন?????????

আলেকজান্দার দ্যুম: নীলকাগজে উপন্যাস লিখতেন, গোলাপি কাগজে কবিতা লিখতেন, আর পত্রপত্রিকায় ছাপানোর জন্য লেখা পাঠাতেন হলুদ কাগজে। @@@এত্ত কাগজ @@@

মার্কনি: বছরের ৩৬৫ দিনই সমুদ্র উপকূলে ঘুড়ি উড়াতেন, অন্যথা হলে তিনি নাকি ঘুমুতেই পারতেন না। দারুন তো……

হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

মাদাম কুরি: প্রায় প্রতিদিন বিভিন্নভাবে একবার করে আত্মহত্যার চেষ্টা করতেন। তাও কিন্ত মারা যাননি !!!!!!!!!!

জন এফ কেনেডি: দ্রুত কথা বলার বিশ্ব রেকর্ড করেছেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট। ১৯৬১ সালের এক বক্তৃতায় তিনি প্রতি মিনিটে ৩২৭টি শব্দ উচ্চারণ করেছিলেন ……. এত্তো তাড়াতাড়ি কি করে ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন