বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২

আপনার কম্প্উটারের গতি বাড়ানোর জন্য একবার দেখতে পারেন!!!


pc fresh 160x140 আপনার কম্প্উটারের গতি বাড়ানোর জন্য একবার দেখতে পারেন!!!
সকল টেক টিউনস পাটকদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা । কেমন আছেন সবাই। আসলে আমরা সবাই চাই আমাদের কম্পিউটাটি বুলেটের মত গতি ময় হোক। কিন্তু তা কতজনই বা পারি। এবং তার জন্য দরকার হয় অনেক বড় বড় সফটওয়ার। অনেকে অনেকে ধরনের সফটওয়ার কম্পিউটার এর গতি বাড়ানোর জন্য ব্যবহার করেছেন অনেকে সফলতা ও পেয়েছেন। এই সফটওয়ার টি ব্যবহার সম্পর্কে জানেন তাদের জন্য কিন্তু না। যারা জানেন না তাদের জন্য।  আজ আমি বেশি কিছু বলবনা কারন কাজেই তার পরিচয় প্রমান হবে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই টি নিয়ে আগে কেউ টিউন করে থকেন। এই সফটওয়ার টি আসলেই কাজের সফটওয়ার  এর মেধ্য একটি । সহজে ইনস্টল করতে পারবেন।  ভাল লাগলে  বা কোন সমস্যা হলে কমেন্ট করবেন। গতি অনেক বাড়াবে Activation Key সহ Download HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন