VLC প্লেয়ারের মজার একটা জিনিস শেয়ার করি! অনেকেই হয়তো জানেন না!
রাতে গান শুনতে শুনতে ঘুমানো অনেকেরই অভ্যাস ! কিন্তু গান শুনতে শুনতে ঘুমে
একবার যদি চোখ লেগে যায়, সেই চোখ খুলে পিসি বন্ধ করা অনেক কঠিন একটা কাজ
:p
ভালোই হয় যদি প্লেলিস্ট শেষ হয়ে গেলে পিসি অটো অফ হয়ে যায়! এই কাজটা
vlc দিয়ে করা যায়। অনেকের কাজটা একটু ঝামেলার মনে হতে পারে, কিন্তু জেনে
রাখতে সমস্যা কি! কত কিছুই জানার আছে

নোটপ্যাড ওপেন করে নিচের কোডটুকু লিখে .bat এক্সটেনশন এ সেভ করেন, এটা
একটা ব্যাচ ফাইল। নাম আপনার ইচ্ছামত দিতে পারেন এক্সটেনশন .bat রেখে।
START /WAIT C:\"Program Files"\VideoLAN\VLC\vlc.exe %1 vlc://quit
shutdown -s -t 60

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন