আমাদের মধ্যে অনেকেই আছি যারা UPS বা EPS অথবা অন্য কোন বৈদ্যুতিক ব্যাকআপ
সিস্টেম ব্যবহার করে থাকি। তবে বলতে হবে এসকল UPS/EPS কিন্তু খুব বেশী দিন
ভালো সার্ভির্স দেয় না। কিছু দিন পরেই ব্যাকআপ অনেক কমে আসে। অনেক সময় দেখা
যায় বিদ্যুত চলে গেলে এক মিনিট বা আরও কম সময়ও ব্যাকআপ দিতে পারে না।
সেক্ষেত্রে আমরা কিন্তু বিদ্যুত চলে গেলে এই কম সময়ের মধ্যে পিসিকে Turn
Off দিতে পারি না।শুধুই Turn Off -ই না আপনি এটি দিয়ে পিসিকে Restart ও দিতে পারবেন! তাই কথা
না বাড়িয়ে যদি মনে করেন যে, আপনার পিসিকে ১ সেকেন্ডে Turn Off করার
প্রয়োজন আছে তাহলে এখনি ডাউনলোড করে নিতে পারেন ।
সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করেনিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন