পদ্ধতি ১ =

প্রথমে Start মেন্যুতে গিয়ে Settings থেকে Control Panel এ ক্লিক/ওপেন করুন।

এখন বাম সাইডে এ Switch to Classic View সিলেক্ট করা আছে কিনা দেখে নিন না থাকলে সিলেক্ট করুন। এখন Mouse নামের মেন্যুটি ওপেন করুন।

এবার Buttons সিলেক্ট করে Bottom Configuration এ গিয়ে Switch primary and secondary buttons টিক চিহ্ন/সিলেক্ট করুন তারপর OK তে ক্লিক করুন।
ফলাফল= যদি আপনার মাউস এর লেফট বোটম/রাইট বোটম ঠিকমত কাজ না করে তাহলে এই পদ্ধতিতে কাজ করলে আপনার মাউস এর লেফট বোটম এর কাজ হবে রাইট বোটম দিয়ে
। মানে মাউসের বোটম ট্রান্সফার হবে
। আর এটি ডিজ্যাবল/বাদ করতে চাইলে একই ভাবে আবার Buttons সিলেক্ট করে
Bottom Configuration এ গিয়ে Switch primary and secondary buttons থেকে
টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ok দিন।
পদ্ধতি ২ =
কীবোর্ড দিয়ে যদি মাউস এর কাজ করতে চান তাহলে কিবোর্ড থেকে এক সঙ্গে left alt + left shift এবং num lock কি চাপুন । মনিটরে একটি পপ আপ উইন্ডো আসবে । তারপর ok করুন । তারপর Num Lock বোটম সক্রিয় করুন । এখন ডান পাশের ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ বাটনগুলো দিয়ে মাউসের কার্সর মুভ করতে পারবেন । আর ৫ বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক এবং + বাটন দিয়ে মাউসের ডাবল ক্লিকের কাজ করা যাবে । আর ডানপাশের Ctrl বাটনের বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে । কাজ শেষে Num lock অফ করলে মাউস কি সুবিধাটি ডিজ্যাবল/বাদ হয়ে যাবে ।

প্রথমে Start মেন্যুতে গিয়ে Settings থেকে Control Panel এ ক্লিক/ওপেন করুন।

এখন বাম সাইডে এ Switch to Classic View সিলেক্ট করা আছে কিনা দেখে নিন না থাকলে সিলেক্ট করুন। এখন Mouse নামের মেন্যুটি ওপেন করুন।

এবার Buttons সিলেক্ট করে Bottom Configuration এ গিয়ে Switch primary and secondary buttons টিক চিহ্ন/সিলেক্ট করুন তারপর OK তে ক্লিক করুন।
ফলাফল= যদি আপনার মাউস এর লেফট বোটম/রাইট বোটম ঠিকমত কাজ না করে তাহলে এই পদ্ধতিতে কাজ করলে আপনার মাউস এর লেফট বোটম এর কাজ হবে রাইট বোটম দিয়ে


পদ্ধতি ২ =
কীবোর্ড দিয়ে যদি মাউস এর কাজ করতে চান তাহলে কিবোর্ড থেকে এক সঙ্গে left alt + left shift এবং num lock কি চাপুন । মনিটরে একটি পপ আপ উইন্ডো আসবে । তারপর ok করুন । তারপর Num Lock বোটম সক্রিয় করুন । এখন ডান পাশের ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ বাটনগুলো দিয়ে মাউসের কার্সর মুভ করতে পারবেন । আর ৫ বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক এবং + বাটন দিয়ে মাউসের ডাবল ক্লিকের কাজ করা যাবে । আর ডানপাশের Ctrl বাটনের বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে । কাজ শেষে Num lock অফ করলে মাউস কি সুবিধাটি ডিজ্যাবল/বাদ হয়ে যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন