সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

বন্ধু বনাম আসল বন্ধু

বন্ধু

ইলিশ মাছের বড় টুকরাটি রেখে দেবে আপনার জন্য।

রুমে প্রবেশ করার আগে দরজায় টোকা দেবে।

মোবাইল থেকে কল দেওয়ার আগে অনুমতি চাইবে।

কোনো মেয়েকে আপনার পছন্দ হলে যেভাবেই হোক বন্ধুর সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে।

রাস্তায় ছিনতাইয়ের শিকার হলে দুঃখ পাবে এবং সাহায্যের জন্য এগিয়ে আসবে।

আপনার বই কিংবা শার্ট ধার নেওয়ার আগে জিজ্ঞেস করবে।

পরীক্ষার আগে আপনাকে নানাভাবে নোট দিয়ে, সাজেশন দিয়ে সাহায্য করবে, এমনকি রাতে পাশে থেকে পরীক্ষার প্রস্তুতি নেবে।

আপনার খুব মন খারাপ থাকলে আপনার মন ভালো করার চেষ্টা করবে।

কিন্তু আপনার সম্পর্কে খুব বেশি কিছু জানে না।

আসল বন্ধু

ইলিশ মাছের বড় টুকরাটি আপনাকে দেখিয়ে দেখিয়ে খাবে আর আপনার মুখের ওপর ঢেকুর তুলবে।

চুপি চুপি রুমে ঢুকে আপনি কী করছেন প্রথমে দেখবে, এরপর চিৎকার করবে, ‘ফেসবুকের এই মেয়েটাই কি তোর গার্লফ্রেন্ড!’

মোবাইল নিয়ে প্রথমে কল দেবে এবং মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় কঠিন ঝাড়ি দেবে।

এ রকম পরিস্থিতিতে সে আগে ওই মেয়ের সঙ্গে পরিচিত হবে, তিন মাস প্রেম করবে বন্ধুকে দেখিয়ে দেখিয়ে। এরপর একদিন এসে বলবে, ‘দোস্ত, মেয়েটা ভালো না, সমস্যা আছে।’

ছিনতাইয়ের সময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং হাসতে হাসতে বলবে, ‘দোস্ত, তোকে দেখতে সেই রকম লাগছিল।’

আপনার বই কিংবা শার্ট নিয়ে হারিয়ে ফেলে বলবে, ‘হারাইছি তো কী হইছে? আরেকটা কিনবি!’

পরীক্ষার আগের রাতে সিনেমার টিকিট কিনে এনে বলবে, ‘দোস্ত, নিচে আয়, দারুণ প্রবলেমে পড়ছি।’ এরপর আপনাকে ধরে-বেঁধে সিনেমা দেখতে নিয়ে যাবে।

আপনার খুব মন খারাপ হলে ওরা সেটা নিয়ে নিজেরা মজা করবে।

আপনার সম্পর্কে খুবই স্পর্শকাতর এবং বিশাল একটা জীবনী লিখে দিতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন