আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, তখন আমাদের অজান্তে নানা রকম ক্ষতিকর
ফাইলগুলো আমাদের কম্পিউটারে বাসা বাধে । অনেক সময় দেখা যায় এই ক্ষতিকর ফাইল
গুলোর জন্য কম্পিউটার হ্যাং করে বা কম্পিউটারের স্পিড কমে যায় । আপনার
নিশ্চয় এই ফাইল গুলো সম্পর্কে জেনে থাকবেন । আমরা যখন কম্পিউটারে কাজ করি
তখন recent, temp, prefetch, my recent document ইত্যাদি ফাইল আমাদের
কম্পিউটারে বাসা বেধেঁ কম্পিউটারের নানা রকম সমস্যার সৃষ্টি করে । আমরা
অনেকেই এগুলো Delete করার জন্য Run এ গিয়ে এগুলো টাইপ করি এবং সেখান থেকে
Delete করি । এতে অনেক ঝামেলা হয়, বারবার টাইপ করা আবার Delete করা ।
বন্ধুরা
আজ আমি আপনাদের মাত্র 6 কিলোবাইটের একটি সফট্ওয়ার উপহার দেব । এই
সফট্ওয়ারটি ডাউনলোড করলে আপনাকে আর recent, temp, prefetch, my recent
document ইত্যাদি ফাইলগুলো Run এ গিয়ে টাইপ করে খুজতে হবে না ।
আপনার
যখন ইচ্ছা হবে তখন আপনি এই সফট্ওয়ারটিতে 2 বার ক্লিক করলেই recent, temp,
prefetch, my recent document এর ময়লা আবর্জনা গুলো আপনার সামনে হাজির হয়ে
যাবে ।
মাত্র 6 কিলোবাইটের সফট্ওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন