রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৩

ট্রেন এর টিকেট কীভাবে মোবাইল দিয়ে কাটবেন ?(A to Z)


প্রথম
১। প্রথমে আপনাকে আপনার মোবাই এর মেসেজ অপশন গিয়ে TKET টাইপ করে 1200 নম্বর পাঠিয়ে দিন
২। আপনার মোবাইলে একটা SMS আসবে পিন নম্বর সহ
৩। পিন নম্বর পরিবতন করুন *777# yes আবার yes type 3 yes,তার পর আবার yes type 2 yes, enter old password(আপনার মোবাইলে এসএমএস আসা পিন নম্বরটি)yes type পিন yes, enter new password(যে কোন চারটি ডিজিট) yes type পিন yes, enter re-new password yes type পিন yes
৪। যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই
আপনি দুই ভাবে মোবাইল দিয়ে টিকেট কাটতে পারেন। এক বুকিং দিয়ে অন্যটি হচ্ছে সরাসরি বা বুকিং ছাড়া
ব্দিতীয়
টিকেট বুকিং এর জন্য যা যা করতে হবে
১। আপনার মোবাই থেকে *131*1# ডায়াল করুন
২।তার পর ভ্রমন তারিখ type করে (যেমন ০২ হলে 02, ০৫ হলে 05, ১৩ হলে 13, ২২ হলে 22 ইত্যাদি)yes বাটন চাপুন
৩।তার পর আপনাকে যাত্রা শুরুর স্টেশন সিলেক্ট করতে প্রতিটা স্টেশন নাম (যেমন 1.dhaka, 2.sylhet, 3.khulna etc) এর বাম পাশের ডিজিটটি লিখতে yes তার পর সেই ডিজিট type করে yes করুন
৪।তার পর আপনাকে yes করে গন্তব্যস্থল এর বাম পাশের ডিজিট বা 6 type করে yes বাটন চাপুন তার পর আপনি যে স্টেশন যেতে চান সেই স্টেশন এর প্রথম তিনটি ইংরেজি আক্ষর type করে yes তার পর সঠিক স্থান এর বাম পাশের ডিজিট yes তার পর type ডিজিট তার পর yes
৫। তার পর আপনি যে ট্রেইনে যেতে চান সেই ট্রেইন নাম এর বাম পাসের ডিজিটটি, yes তার পর type ডিজিট yes
৬।তার পর টিকেট class সিলেক্ট করতে প্রতিটি ক্লাস এর বাম পাশের ডিজিট (যে ক্লাস আপনার পছন্দ) type করে yes
৭।তার পর আপনার টিকেট কত গুলো লাগবে মেনু থেকে আপনার যে টি পছন্দ সেটির বাম পাশের ডিজিটটি type করে yes করুন
৮।তার পর yes করে confirm করার জন্য 1 type করে yes করুন। অথবা confirm না করার জন্য 2 type করে yes করুন
৯। ফিরতি এসএমএস আপনাকে একটি বুকিং কোড প্রয়োজনীয় টাকার পরিমান জানিয়ে দেয়া হবে
টিকেট বুকিং দেয়ার পর যা যা করতে হবে
১০। বুকিং কোড পাওয়ার ৩০ মিনিট এর মধ্যে আপনাকে এটি কনফাম করতে হবে কনফাম না করলে টিকেট বাতিল হয়ে যাবে। কনফাম করতে যা যা করতে হবে আপনাকে জিপি কাস্টমার কেয়ার গিয়ে সঠিক পরিমান টাকা আপনার মোবাইল নম্বরেমোবিক্যাশকরতে হবে
১১। তার পর আপনার মোবাইল থেকে *131*2# type করে yes করুন
১২। তার পর আপনাকে yes করে বুকিং কোডটি type করে yes করুন
১৩। তার পর আপনাকে yes করে আপনার পিন নম্বরটি type করে yes করুন
১৪। তার পর yes করে 0 type করে confirm করুন
১৫। তার পর আপনার কাছে একটি এসএমএস আসবে সেই এসএমএস টি দেখিয়ে জিপি কাস্টমার কেয়ার থেকে কাগজের টিকেট সংগ্রহ করবেন। তবে একটি কথা না বললে নয় আপনাকে ট্রেইনে ভ্রমন শুরু করার মিনিমাম এক ঘন্টা আগে টিকেট সংগ্রহ করতে হবে
তৃতীয়
সরাসরি বা বুকিং ছাড়া টিকেট কিনতে যা যা লাগবে। তবে এইটার জন্য আপনাকে প্রথমে মোবাইলে সঠিক পরিমান টাকামোবিক্যাসকরে নিতে হবে
১। আপনার মোবাইল থেকে *131*3# টাইপ করে yes করুন
২। তার পর yes করে পিন নম্বরটি টাইপ করে yes করুন
৩। তার পর ভ্রমন তারিখ type করে (যেমন ০২ হলে 02, ০৫ হলে 05, ১৩ হলে 13, ২২ হলে 22 ইত্যাদি)yes বাটন
৪। তার পর আপনাকে যাত্রা শুরুর স্টেশন সিলেক্ট করতে প্রতিটা স্টেশন নাম (যেমন 1.dhaka, 2.sylhet, 3.khulna etc) এর বাম পাশের ডিজিটটি লিখতে yes তার পর সেই ডিজিট type করে yes করুন
৫। তার পর আপনাকে yes করে গন্তব্যস্থল এর বাম পাশের ডিজিট বা 6 type করে yes বাটন চাপুন তার পর আপনি যে স্টেশন যেতে চান সেই স্টেশন এর প্রথম তিনটি ইংরেজি আক্ষর yes তার পর সঠিক স্থান এর বাম পাশের ডিজিট type তার পর yes
৬। তার পর আপনি যে ট্রেইনে যেতে চান সেই ট্রেইন নাম এর বাম পাসের ডিজিটটি yes তার পর type ডিজিট yes
৭। তার পর টিকেট class সিলেক্ট করতে প্রতিটি ক্লাস এর বাম পাশের ডিজিট (যে ক্লাস আপনার পছন্দ) type করে yes
৮। তার পর আপনার টিকেট কত গুলো লাগবে মেনু থেকে আপনার যে টি পছন্দ সেটির বাম পাশের ডিজিটটি type করে yes করুন
৯। তার পর yes করে confirm করার জন্য 1 type করে yes করুন। অথবা confirm না করার জন্য 2 type করে yes করুন
১০। তার পর আপনার কাছে একটি এসএমএস আসবে সেই এসএমএস টি দেখিয়ে জিপি কাস্টমার কেয়ার থেকে কাগজের টিকেট সংগ্রহ করবেন
 

 চতুথ
আপনাকে এই পব্ধিতিতে টিকেট কাটতে বা করতে কিছু শত, সুবিদা অসুবিদা আছে তা জেনে নিন
১। আপনি ঢাকা (ধানমন্ডী,ফারমগেট,মতিঝিল,গুলশান,মিরপুর), আগ্রাবাদ চট্টোগ্রাম, নাটর রোড রাজশাহী, এয়ারপোট রোড আম্বরখানা সিলেট এই জিপি কাস্টমার সেন্টার ছাড়া তেমন কোন জায়গায় মোবিক্যাশ টিকেট প্রিন্ট করা যায় না।  তবে অন্য কোন জায়গায় গেলে জামেলার মধ্যে পরতে পারেন
২। আপনি এই পদ্দিতি শুধু জিপি এর জন্য তবে অন্য অপারেটর প্রায় একই রকম
৩। আপনি এক মাস একটি সিম দিয়ে সবোচ্ছ চারটি টিকেট কাটতে পারবেন
৪। আপনি যদি আপনার সিম বেসি মোবিক্যাশ বা যে মোবিক্যাশ করেছেন তা দিয়ে টিকেট না কাটতে পারলে কোন চিন্তা করবেন না সেই টাকা আপনার আজীবন থাকবে বা আপনি সেই টাকা আপনার সেই সিম FlexiLoad করতে পারেন
৫। আপনাকে প্রতিটি টিকেট এর জন্য এক্সট্রা বিশ টাকা সাভিস চাজ দিতে হবে
৬। আপনি যাত্রার সবোচ্ছ দশ দিন আগে অগ্রীম টিকেট কাটতে পারবেন
৭। আপনি টিকেট কাটার সময় এইটা অবশ্যই লক্ষ রাখবেন যে আপনার যাত্রার শুরুর স্থানটি বা স্টেশনটি যেন ট্রেনটির যাত্রার প্রথম শেষগন্তব্য স্থান বা স্টেশনটি হতে হবে।এবং আপনি আপনার যাত্রা শুরু জন্য স্থান বা স্টেশনটি ঠিক করার পর গন্তব্য স্থান বা স্টেশন যে কোনটি হতে পারে বা দিতে পারেন
৮। আপনি ট্রেনটির যাত্রার প্রথম শেষগন্তব্য স্থান বা স্টেশনটি ছাড়া অন্য কোন স্টেশন থেকে যাত্রা শুরু করতে পারবেন না। তবে যে কোন স্থান বা স্টেশনে যাত্রা শেষ করতে পারবেন
৯। আপনাকে টিকেট বুকিং দিতে হলে ট্রেইন যাত্রার সময় এর সবোনিন্ম বার ঘন্টা এবং সরাসরি টিকেট কিনতে চাইলে ছয় ঘন্টা পূবে টিকেট কাটতে হবে
১০। এই পব্ধিতি ব্যবহার করে শুধু মাত্র আন্তনগর ট্রেন এর টিকেট কাটা যাবে
অকে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন
১১। আপনি টিকেট কাটার সময় প্রতিটি ষ্টেপ এর জন্য ত্রিশ সেকেন্ড করে সময় পাবেন
১২। আপনি এই বিষয় কোন প্রবলে্মে পরলে যে কোন জিপি নম্বর থেকে 1200 তে কল করুন


মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

একের অধিক Email একাউন্ট দেখুন ছোট্ট একটি সফট্ওয়ার Post Box এর মাধ্যমে

Post
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি জরূরী সফট্ওয়ার উপহার দেব । সফট্ওয়ারটির নাম Post Box . এই সফট্ওয়ারটি দিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে একের অধিক Email একাউন্ট Login করে রাখতে পারবেন এবং সেগুলো আপনার পিসি যখন অন করে ইন্টারনেট কানেকশন লাগাবেন তখন  অটোমেটিক Login হয়ে যাবে । ডাক পিয়ন যেমন চিঠি নিয়ে বাড়িতে এসে নক করে তেমনি Email গুলো Login থাকা অবস্থায় যদি আপনাকে কেউ Email পাঠায় তবে সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুবারের ডান পাশে নক করবে । এগুলো ছাড়াও আরও বেশ কিছু সুবিধা পাবেন এই সফট্ওয়ারটিতে ।
Post Box সফট্ওয়ারটির ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

অটোম্যাটিক স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ-৭ থেকে অচল ফাইল গুলকে রিমুভ করে দিন, কোন সফটওয়্যার ছাড়াই

আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহার করি এবং ব্রাউজিং করি প্রচুর পরিমাণে তার প্রভাব কিছুটা হলেও আমাদের হার্ড ডিস্কে পড়ে,তার কারন হল নিয়মিত হার্ড ডিস্ক পরিষ্কার না করার কারনে এবং এ ভাবে অনেক গুল ফাইল আমাদের হার্ড ডিস্কে জমা হয় নিয়মিত এতে করে পিসির স্পিড স্লো হয়ে পড়ে, এবং হতে ই থাকে হতে ই থাকে…
আর এর জন্য আমরা অনেকে অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকি, তো আপনি যদি চান কোন সফটওয়্যার ইউজ না করে আপনি আপনার সিস্টেম কে নিয়মীত অটোম্যাটিক
ভাবে ক্লিন হয়ে থাকবে, এবং আপনার পিসির ফার ফ্রমেন্স ও ভাল পাবেন, সব ছেয়ে বড় কথা হল পিসিকে যত টা হাল্কা রাখতে পারেন ততটাই আপনার জন্য মংগল হবে, আর আপনি যদি
কোন সফটওয়্যার ব্যাবহার করেন কম করে হলে ও এর জন্য অন্তত ৪/৫ এম বি স্পেস এর প্রয়োজন… তাই  এই বিকল্প ব্যাবস্তা আপনাদের এবং আমার জন্য
এবার দেখুন কি ভাবে করবেন সেটিংস টা

প্রথমে আপনার পিসির রান কমান্ড এ যান এবং টাইপ করুন  Task Scheduler

এবার ক্লিক করুন Action > Create Basic Task

সিলেক্ট করুন Create a Basic Task এবং  Name> লিখুন > Disk Cleanup
Description> আপনি যদি ডেইলি চান ক্লিন করতে তাহলে Weekly এর জায়গাতে ডেইলি লিখতে পারেন
আমি সাপ্তাহিক দিয়েছি তাই এখানে টাইপ করুন > Weekly Cleanup of obsolete Files.

এবার সিলেক্ট করুন Trigger>আপনি উপরে যদি ডেইলি বা সাপ্তাহিক নির্বাচন করেন তাহলে এখানে সেটা নির্বাচন করবেন
এবার সিলেক্ট Weekly>1 এবং দিন ঠিক করে মার্ক করে দিন

এবার সিলেক্ট Action> Start Program

ফাইনাল এবং শেষ ধাপ Browse>এ ক্লিক করে আপনার ইউন্ডোজ ফাইলে যান এবং এখানে যে ভাবে দেখাচ্ছে ফাইল গুল সিলেক্ট করুন
যেমন C:\Windows\systeam32\cleanmgr.exe <— ইউন্ডোজ থেকে ফাইল গুল খুজে এখানে দিয়ে ওকে প্রেস করলেই কাজ শেষ
শুধুমাএ ইউন্ডোজ সেভের এর জন্য