পরিবেশ ধ্বংস আর জ্বালানির অপব্যবহার রোধে মানুষের সচেতনতা বাড়াতে
যুক্তরাষ্ট্রের এক নকশাবিদ অদ্ভুত ধরনের একটি বাতি তৈরি করছেন। এ বাতি
জ্বালাতে বিদ্যুতের কোনো প্রয়োজন পড়ে না। কেবল মানুষের রক্তের সংস্পর্শে
এলেই তা একধরনের উজ্জ্বল নীল আলো ছড়ায়। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে,
রক্তচালিত এ রাসায়নিক বাতিটির উদ্ভাবক মার্কিন যুক্তরাষ্ট্রের এক নকশাবিদ,
মাইক থম্পসন।
এ বাতির উদ্ভাবক থম্পসনের দাবি, রক্তচোষা ড্রাকুলার মতো এই বাতিটির মধ্যে রক্ত সঞ্চারিত করা হলে উজ্জ্বল নীল দীপ্তি ছড়াতে থাকে। বাতিটির মধ্যে থাকে একধরনের রাসায়নিক পদার্থ। রক্তের সংস্পর্শে এসে তা বিক্রিয়া করে আলোর উত্স হিসেবে কাজ করে। তিনি তাই এই বাতির নাম রেখেছেন ‘ড্রাকুলা’।
থম্পসন জানিয়েছেন, যদি জীবনের বিনিময়ে মানুষকে শক্তি উত্পাদন করতে হতো, তাহলে মানুষ আর শক্তির অপচয় করত না এবং পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলতো না। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে নিয়ে ড্রাকুলা বাতি তৈরি করেছেন তিনি।Suvro
এ বাতির উদ্ভাবক থম্পসনের দাবি, রক্তচোষা ড্রাকুলার মতো এই বাতিটির মধ্যে রক্ত সঞ্চারিত করা হলে উজ্জ্বল নীল দীপ্তি ছড়াতে থাকে। বাতিটির মধ্যে থাকে একধরনের রাসায়নিক পদার্থ। রক্তের সংস্পর্শে এসে তা বিক্রিয়া করে আলোর উত্স হিসেবে কাজ করে। তিনি তাই এই বাতির নাম রেখেছেন ‘ড্রাকুলা’।
থম্পসন জানিয়েছেন, যদি জীবনের বিনিময়ে মানুষকে শক্তি উত্পাদন করতে হতো, তাহলে মানুষ আর শক্তির অপচয় করত না এবং পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলতো না। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে নিয়ে ড্রাকুলা বাতি তৈরি করেছেন তিনি।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন