বুধবার, ১৩ জুন, ২০১২

কাঠের বাতি!

সম্প্রতি জাপানের নকশাবিদেরা কাঠ-নির্মিত বিশেষ একধরনের বৈদ্যুতিক বাতি তৈরি করেছেন। খুব পাতলা কাঠ ব্যবহার করে তৈরি এই এলইডি বাতির নকশাবিদ ইয়াসুকে ফুকুসাদা। এক খবরে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, কিয়োটো রেনেসাঁ ডিজাইন প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে জাপানি নকশাবিদ ফুকুসাদার এই কাঠের বাতি।
এ প্রসঙ্গে ফুকুসাদা জানিয়েছেন, একটি এলইডি বাতির চারপাশে পাতলা কাঠের আস্তরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বৈদ্যুতিক বাতি। এলইডি বাতি কম তাপ উত্পন্ন করে বিধায় এটি জ্বলে যাওয়ার ঝুঁকি কম। এ কারণেই কাঠের বাতি তৈরিতে এলইডি বেছে নেওয়া হয়েছে।
জাপানের ‘রোকোরো’ নামের কাঠ খোদাইয়ের পদ্ধতি ব্যবহার করে কাঠকে খুব পাতলা করে চেঁচে অ্যালুমিনিয়াম সকেটের সঙ্গে যুক্ত করা হয়েছে।
কাঠের তৈরি এই বাতি এখনো নির্মাণ পর্যায়ে রয়েছে, এ কারণে শিগগিরই এ কাঠের বাতির দেখা মিলছে না বলেই জানিয়েছে ম্যাশেবল।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন