ঘর-সংসার সামলে ছবিতে অভিনয়ের জন্য খুব বেশি সময় বের করতে পারছিলেন না
বলিউডের অভিনেত্রী কাজল। তবে আবারও পুরোদমে অভিনয় করতে চান ৩৭ বছর বয়সী এ
তারকা। এরই মধ্যে এর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। প্রায় এক বছর ধরে ঘাম
ঝরিয়ে শরীর থেকে বাড়তি মেদ সরিয়ে ফেলছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তিনি
রূপালি পর্দায় ফিরবেন এবং নিয়মিত অভিনয় করবেন।
এ প্রসঙ্গে কাজলের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘মা হওয়ার পর আমার শরীরের ওজন বেড়ে গিয়েছিল। শরীরকে সুন্দর অবয়বে ফিরিয়ে আনতে আমাকে অনেক ঘাম ঝরাতে হচ্ছে। প্রায় এক বছর ধরে নিয়মিত শরীরচর্চা করছি। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও লাগাম টেনে ধরেছি। এসব ঝক্কি পোহাচ্ছি আমার একমাত্র লক্ষ্য পূরণের উদ্দেশেই। আর সেটা হলো ছবিতে নিয়মিত অভিনয়।’
কাজল আরও বলেছেন, ‘আমি সারা জীবন ধরে অভিনয়ের কাজটিই করতে চেয়েছি। কিন্তু কেন যেন মনে হচ্ছিল, আমার জীবনের ছন্দ থেমে যাচ্ছে। আজন্মলালিত অভিনয়ের স্বপ্ন থেকে ধীরে ধীরে যেন সরে যাচ্ছিলাম। তবে এমনটা আমি কিছুতেই হতে দেব না। আর তাই আবারও পুরোদমে ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
কাজ ছাড়া খুব বেশি বাইরে বের হন না কাজল ও তাঁর স্বামী অজয় দেবগান। এ জন্য তাঁদের কেউ কেউ অসামাজিক বলেও অভিহিত করেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যে ইচ্ছে করেই কী খুব বেশি বাইরে বের হন না—এমন প্রশ্নের জবাবে কাজল বলেছেন, ‘হ্যাঁ, সচেতনভাবেই আমরা দুজন মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রচণ্ড ব্যস্ততার পর যেটুকু সময় আমরা পাই, সেটা পরিবারের পেছনেই ব্যয় করার চেষ্টা করি।’
কাজল আরও বলেছেন, ‘অবশ্য আরও কিছু কারণও আছে। আমি ও অজয় খুবই আলসে প্রকৃতির। এ জন্য পারতপক্ষে ঘরের বাইরে যাই না আমরা। এ ছাড়া খুব বেশি সামাজিক হলে বাইরে অনেক সময় দিতে হয়। তার চেয়ে বরং সেই সময়টা সন্তানদের পেছনে ব্যয় করতে কিংবা বই পড়ে ও ছবি দেখে কাটিয়ে দিতেই বেশি ভালো লাগে আমার। এর জন্য কেউ যদি আমাকে আত্মকেন্দ্রিক এবং অলস বলেন, তাতে দ্বিমত করব না আমি।’Suvro
এ প্রসঙ্গে কাজলের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘মা হওয়ার পর আমার শরীরের ওজন বেড়ে গিয়েছিল। শরীরকে সুন্দর অবয়বে ফিরিয়ে আনতে আমাকে অনেক ঘাম ঝরাতে হচ্ছে। প্রায় এক বছর ধরে নিয়মিত শরীরচর্চা করছি। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও লাগাম টেনে ধরেছি। এসব ঝক্কি পোহাচ্ছি আমার একমাত্র লক্ষ্য পূরণের উদ্দেশেই। আর সেটা হলো ছবিতে নিয়মিত অভিনয়।’
কাজল আরও বলেছেন, ‘আমি সারা জীবন ধরে অভিনয়ের কাজটিই করতে চেয়েছি। কিন্তু কেন যেন মনে হচ্ছিল, আমার জীবনের ছন্দ থেমে যাচ্ছে। আজন্মলালিত অভিনয়ের স্বপ্ন থেকে ধীরে ধীরে যেন সরে যাচ্ছিলাম। তবে এমনটা আমি কিছুতেই হতে দেব না। আর তাই আবারও পুরোদমে ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
কাজ ছাড়া খুব বেশি বাইরে বের হন না কাজল ও তাঁর স্বামী অজয় দেবগান। এ জন্য তাঁদের কেউ কেউ অসামাজিক বলেও অভিহিত করেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যে ইচ্ছে করেই কী খুব বেশি বাইরে বের হন না—এমন প্রশ্নের জবাবে কাজল বলেছেন, ‘হ্যাঁ, সচেতনভাবেই আমরা দুজন মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রচণ্ড ব্যস্ততার পর যেটুকু সময় আমরা পাই, সেটা পরিবারের পেছনেই ব্যয় করার চেষ্টা করি।’
কাজল আরও বলেছেন, ‘অবশ্য আরও কিছু কারণও আছে। আমি ও অজয় খুবই আলসে প্রকৃতির। এ জন্য পারতপক্ষে ঘরের বাইরে যাই না আমরা। এ ছাড়া খুব বেশি সামাজিক হলে বাইরে অনেক সময় দিতে হয়। তার চেয়ে বরং সেই সময়টা সন্তানদের পেছনে ব্যয় করতে কিংবা বই পড়ে ও ছবি দেখে কাটিয়ে দিতেই বেশি ভালো লাগে আমার। এর জন্য কেউ যদি আমাকে আত্মকেন্দ্রিক এবং অলস বলেন, তাতে দ্বিমত করব না আমি।’Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন