বুধবার, ১৩ জুন, ২০১২

মেয়ের মা হচ্ছেন মেগান ফক্স!

মেয়ের মা-বাবা হতে চলেছেন হলিউডের তারকা-দম্পতি মেগান ফক্স ও ব্রায়ান অস্টিন গ্রিন। সম্প্রতি এই জুটির কাছের বন্ধুরা দাবি করেছেন, মেগানের সন্তানসম্ভবা হওয়ার খবরে তাঁরা দুজনই দারুণ উচ্ছ্বসিত।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের স্টার ম্যাগাজিন জানিয়েছে, ‘প্রথম মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন মেগান ফক্স। এ বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে মেগানের মেয়েটি পৃথিবীর আলো দেখবে।
হলিউডের এ অভিনেত্রীর হাতে ‘সোয়াইনডল’ ছবির কাজ থাকলেও ছবিটির চিত্রনাট্য নতুন করে লেখা হচ্ছে। কাজেই আগামী বছরের আগে ছবির কাজ শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ছবিটি ছাড়া আর কোনো ছবির কাজও তিনি হাতে নেননি। কাজেই মা হওয়ার পর সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারবেন মেগান।’
উল্লেখ্য, কয়েক বছর ধরেই ব্রায়ান অস্টিন গ্রিন ও তাঁর সাবেক প্রেমিকা ভেনেসা মার্সিলের ছেলে ক্যাসিয়াসের দেখভালের দায়িত্ব পালন করছেন মেগান। তিনি নিজের ছেলের মতোই ১০ বছর বয়সী ক্যাসিয়াসকে বেড়ে তুলছেন।
এবার নিজের মেয়ের মুখে ‘মা’ ডাক শোনার জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন