বাজারে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের পাশাপাশি নতুন প্রযুক্তির স্টিকারের
সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে স্যামসাং। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট
জানিয়েছে, সাধারণ স্টিকার-সদৃশ স্যামসাংয়ের এই স্টিকার নিয়ার ফিল্ড
কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের বিভিন্ন
অ্যাপ্লিকেশন চালাতে পারে। এই স্মার্ট স্টিকারের নাম ‘টেকটাইলস’।
স্যামসাং জানিয়েছে, এনএফসি-চালিত টেকটাইলস স্টিকারের সাহায্যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালানো, ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া, ফোন করা, মেসেজ পাঠানো, ইন্টারনেট ব্রাউজ করা, ফেসবুকে মন্তব্য পোস্ট করা, টুইট করার মতো কাজ করা যায়। এই স্টিকার প্রোগ্রাম ও ব্যবহার করা খুব সহজ। ব্যবহারকারীকে এই স্টিকারের ওপর এনএফসি চালু রাখা স্মার্টফোনটি কয়েক সেকেন্ড ধরতে হবে। এতে মোবাইলের ডিসপ্লেতে একটি পপ আপ ডায়ালগ বক্স দেখাবে এবং নির্দিষ্ট কাজের জন্য অনুমতি চাওয়া হবে। এভাবে স্টিকারটিকে প্রোগ্রাম করে রাখা যাবে।
বাজারে খুচরা পণ্যবিক্রেতারা এই স্টিকার তাঁদের পণ্যের তথ্যভান্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। এমনকি ব্যক্তিগত নানা কাজে এই স্টিকার কাজে লাগানো যাবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।
স্যামসাং গ্যালাক্সি এস ৩, এস ২, নেক্সাসসহ এনএফসি সুবিধার স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাতে এই স্টিকার ব্যবহার করা যাবে। গুগলের অ্যাপ্লিকেশন বা অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ তেও স্টিকার অ্যাপ্লিকেশন আকারে থাকবে। যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং স্টিকার কিনতে পাওয়া যাচ্ছে। পাঁচটি স্টিকারের দাম প্রায় ১৫ ডলার। Suvro
স্যামসাং জানিয়েছে, এনএফসি-চালিত টেকটাইলস স্টিকারের সাহায্যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালানো, ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া, ফোন করা, মেসেজ পাঠানো, ইন্টারনেট ব্রাউজ করা, ফেসবুকে মন্তব্য পোস্ট করা, টুইট করার মতো কাজ করা যায়। এই স্টিকার প্রোগ্রাম ও ব্যবহার করা খুব সহজ। ব্যবহারকারীকে এই স্টিকারের ওপর এনএফসি চালু রাখা স্মার্টফোনটি কয়েক সেকেন্ড ধরতে হবে। এতে মোবাইলের ডিসপ্লেতে একটি পপ আপ ডায়ালগ বক্স দেখাবে এবং নির্দিষ্ট কাজের জন্য অনুমতি চাওয়া হবে। এভাবে স্টিকারটিকে প্রোগ্রাম করে রাখা যাবে।
বাজারে খুচরা পণ্যবিক্রেতারা এই স্টিকার তাঁদের পণ্যের তথ্যভান্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। এমনকি ব্যক্তিগত নানা কাজে এই স্টিকার কাজে লাগানো যাবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।
স্যামসাং গ্যালাক্সি এস ৩, এস ২, নেক্সাসসহ এনএফসি সুবিধার স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাতে এই স্টিকার ব্যবহার করা যাবে। গুগলের অ্যাপ্লিকেশন বা অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ তেও স্টিকার অ্যাপ্লিকেশন আকারে থাকবে। যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং স্টিকার কিনতে পাওয়া যাচ্ছে। পাঁচটি স্টিকারের দাম প্রায় ১৫ ডলার। Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন