জাপানের টোকিওতে ২২ মে থেকে সবার জন্য উন্মুক্ত হয়েছে `টোকিও স্কাইট্রি'
নামের ৬৩৪ মিটার উঁচু একটি টাওয়ার। সুচালো আকৃতির টাওয়ারটি এখন বিশ্বের
সবচেয়ে উঁচু টেলিভিশন সম্প্রচার কেন্দ্র।
১৯৬০ সালে নির্মিত টোকিও টাওয়ারের চেয়ে দ্বিগুণ উচ্চতার এই টাওয়ারটি নির্মাণ করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। এক খবরে বিবিসি জানিয়েছে, টোকিওতে টিভি সম্প্রচার করা হবে এই টাওয়ার ব্যবহার করে। জাপানের টেলিভিশন সম্প্রচার সেবা এনএইচকে ওয়ার্ল্ড আগামী বছর থেকে টাওয়ারটিকে তাদের সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। বর্তমানে টাওয়ারটি ব্যবসায়িক কমপ্লেক্স হিসেবেও ব্যবহূত হচ্ছে। এটি প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের চেয়েও প্রায় দ্বিগুণ উঁচু।
উলে্লখ্য, দুবাইতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
ভূমিকম্প-প্রতিরোধী এই টাওয়ারটির ৩৫০ মিটার ও ৪৫০ মিটার উচ্চতায় থাকছে দুটি পর্যবেক্ষণের স্থান। টাওয়ারটির লিফট ব্যবহার করে প্রথম পর্যবেক্ষণের স্থানটিতে পঁেৌছাতে সময় লাগে ৫০ সেকেন্ড। প্রথম ডেকটিতে প্রায় দুই হাজার মানুষ ধরে এবং দ্বিতীয় ডেকে ধরে ৯০০ জন।
টাওয়ারটিতে প্রথম দিনে নির্বাচিত আট হাজার দর্শনার্থী পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। ২২ মে দর্শনার্থী দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলেই জানিয়েছে এনএইচকে।Suvro
১৯৬০ সালে নির্মিত টোকিও টাওয়ারের চেয়ে দ্বিগুণ উচ্চতার এই টাওয়ারটি নির্মাণ করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। এক খবরে বিবিসি জানিয়েছে, টোকিওতে টিভি সম্প্রচার করা হবে এই টাওয়ার ব্যবহার করে। জাপানের টেলিভিশন সম্প্রচার সেবা এনএইচকে ওয়ার্ল্ড আগামী বছর থেকে টাওয়ারটিকে তাদের সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। বর্তমানে টাওয়ারটি ব্যবসায়িক কমপ্লেক্স হিসেবেও ব্যবহূত হচ্ছে। এটি প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের চেয়েও প্রায় দ্বিগুণ উঁচু।
উলে্লখ্য, দুবাইতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
ভূমিকম্প-প্রতিরোধী এই টাওয়ারটির ৩৫০ মিটার ও ৪৫০ মিটার উচ্চতায় থাকছে দুটি পর্যবেক্ষণের স্থান। টাওয়ারটির লিফট ব্যবহার করে প্রথম পর্যবেক্ষণের স্থানটিতে পঁেৌছাতে সময় লাগে ৫০ সেকেন্ড। প্রথম ডেকটিতে প্রায় দুই হাজার মানুষ ধরে এবং দ্বিতীয় ডেকে ধরে ৯০০ জন।
টাওয়ারটিতে প্রথম দিনে নির্বাচিত আট হাজার দর্শনার্থী পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। ২২ মে দর্শনার্থী দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলেই জানিয়েছে এনএইচকে।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন