বুধবার, ১৩ জুন, ২০১২

ম্যালেরিয়া প্রতিরোধক মশারি-পোশাক!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে ম্যালেরিয়ার কারণে সারা বিশ্বে প্রতিবছর সাড়ে ছয় লাখ মানুষ প্রাণ হারায়। ম্যালেরিয়া প্রতিরোধ ও ফ্যাশন দুটো ঠিক রাখতেই সম্প্রতি মশারিসদৃশ পোশাক তৈরি করেছেন গবেষকেরা। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি ম্যালেরিয়াপ্রতিরোধী প্রযুক্তি-পোশাক তৈরি করেছেন। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, হুডযুক্ত এই `মশারি' পোশাক তৈরিতে ফেব্রিকসের সঙ্গে মেশানো হয়েছে শক্তিশালী কীটনাশক।
ম্যালেরিয়া নিয়ন্ত্রণে হুডিযুক্ত এই পোশাক তৈরিতে কাজ করেছেন আফ্রিকার দুজন গবেষক। ফ্যাশনে ব্যবহূত রঙিন হুডযুক্ত পোশাক হাতে রং করা হয়। গবেষকেরা জানিয়েছেন, এই কীটনাশকযুক্ত মশারি-পোশাক দিনের বেলায় মশার কামড় থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে। এই পোশাক যথষ্টে মজবুত এবং এর মশা থেকে দূরে রাখার ক্ষমতাও দীর্ঘস্থায়ী।
কর্নেল ইউনিভার্সিটির ফাইবার সায়েন্স অ্যান্ড অ্যাপারেল ডিজাইনের (এফএসএডি) গবেষক ফ্রেডেরিক ওচান্দা জানিয়েছেন, `আমাদের তৈরি ফেব্রিকসের বন্ধন খুবই মজবুত ও দীর্ঘস্থায়ী। এই ফেব্রিকস এমন একটি দ্রবণে ডুবানো হয়, যা ব্যবহূত কীটনাশকের ক্ষেত্রে দীর্ঘ স্থায়িত্ব এনে দেয়। সাধারণ মশকরোধী জালের চেয়ে এই পোশাক তৈরিতে কাজ করা হয়েছে ন্যানো স্তরে। কটন ফেব্রিকসের সঙ্গে মিথাইল প্যারাথিয়নের বন্ধন মজবুত করতে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক (এমওএফ) নামের ক্রিস্টাল যেৌগ ব্যবহার করা হয়েছে। মশারোধী জালগুলো যেখানে ছয় মাসের মধ্যেই কার্যকারিতা হারিয়ে ফেলে, সেখানে গবেষকদের দাবি, তঁাদের তৈরি পোশাক ম্যালেরিয়া প্রতিরোধে আরও দীর্ঘস্থায়ী হবে এবং বেশিদিন কীটনাশকের কার্যকারিতা ধরে রাখবে।
ওচান্দা জানিয়েছেন, আলো ও তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে মশারি-পোশাকের কার্যকারিতারও পরিবর্তন ঘটতে থাকে। রাতের বেলা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে এই পোশাক।
বর্তমানে আফ্রিকা ও এশিয়ার মশাগুলো ক্রমেই কীটনাশক-প্রতিরোধী হয়ে উঠছে। তাই মশা থেকে দূরে থাকতে নতুন প্রযুক্তির প্রয়োজন। ম্যালেরিয়া-প্রতিরোধী প্রযুক্তি হিসেবে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক (এমওএফ) ব্যবহার করে আরও উন্নত মশারি তৈরির বিষয়ে আশাবাদী বলেই গবেষকেরা জানিয়েছেন। তঁাদের বক্তব্য, ফ্যাশন ও বিজ্ঞান একজোট হলে নতুন কিছু করা সম্ভব ও নতুন প্রযুক্তির দিকে যাওয়া সম্ভব।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মশারি-পোশাক নিয়ে কর্নেল ফ্যাশন কালেকটিভ একটি ফ্যাশন শোর আয়োজন করেছিল।Suvto

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন