বুধবার, ১৩ জুন, ২০১২

গুগল থেকে ‘গুম’ হচ্ছে সার্চ লিংক!

প্রতিনিয়ত বাড়ছে ওয়েবসাইট লিংক আর সেই সঙ্গে পাল্লা দিয়ে গুগলকে লড়তে হচ্ছে কপিরাইট নীতি লঙ্ঘনকারী ওয়েবলিংকগুলোকে আটকাতে। এক খবরে সিএনএন জানিয়েছে, এত দিন সবার আড়ালেই ওয়েব লিংক গুম করে দিত গুগল। তবে ২৪ মে বৃহস্পতিবার গুগল জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে কপিরাইট লঙ্ঘন করা অভিযুক্ত লিংকগুলো সরিয়ে ফেলা হবে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে আড়াই লাখেরও বেশি লিংক অপসারণের জন্য অনুরোধ পায় তারা। কপিরাইটধারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনুরোধ পাওয়ার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অভিযুক্ত সাইটটির মালিককে। এ প্রক্রিয়ায় উতরাতে ব্যর্থ হলেই গুগল থেকে গুম হয়ে যাবে তার সাইটটি।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন