বুধবার, ১৩ জুন, ২০১২

শিক্ষার্থীদের ১০ লাখ ই-বুক সাহায্য দিল বার্সেলোনা

আফ্রিকার দরিদ্র দেশগুলোর শিশুদের শিক্ষাবিস্তারে কাজ করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সম্প্রতি বার্সেলোনার খেলোয়াড়রা ‘ওয়ার্ল্ডরিডার’ নামে একটি অলাভজনক সংস্থাকে ১০ লাখ ই-বুক রিডার দিয়েছে। সংস্থাটি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের কাছে এই ই-বুক রিডার পৌঁছে দেবে।
ওয়ার্ল্ডরিডারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে আছেন মাইক্রোসফট ও আমাজনের সাবেক কর্মকর্তা ডেভিড রিসার। ই-বুক রিডার প্রসঙ্গে রিসার বলেন, ‘আমরা আফ্রিকার শিক্ষার্থীদের নিয়ে আলাদা চিন্তা করেছি। যখন শিক্ষার্থীরা খেলোয়াড়দের ছবি দেখবে তখন তাঁরা অনুপ্রাণিত হবে এবং তাঁর আদর্শ পালন করবে। তাদের পড়াশোনায় আগ্রহী করতেই এই পরিকল্পনা করা হয়েছে।’
বার্সেলোনার তারকা ফুটবলারদের ছবি দেখে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো আগ্রহী হয়ে উঠবে বলে ওয়ার্ল্ডরিডার আশাবাদী। বার্সেলোনার লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, এরিক আবিদাল, সিয়োডো কেইটাকে দেখে তারা উদ্বুদ্ধ হবে এ লক্ষেই ১০ লাখ ই-বুক রিডার বিতরণ করা হবে।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন