বুধবার, ১৩ জুন, ২০১২

প্রযুক্তি এবার আয়নায়!

প্রযুক্তির উৎকর্ষে যেন বাদ থাকছে না কোনো কিছুই। নিত্যনতুন জিনিস তৈরি হচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়। তথ্যপ্রযুক্তির উদ্ভাবকেরা এবার আয়না নিয়ে গবেষণায় নেমেছে। প্রতিবিম্ব দেখার কাজে ব্যবহূত এই আয়না এবার উচ্চক্ষমতার প্রযুক্তি পণ্য হিসেবে হাজির হচ্ছে। সম্প্রতি জাপানি উদ্ভাবকেরা বিস্ময়কর অপ্রচলিত এক আয়নার সূচনা ঘটিয়েছে। এর ভেতরে তারা মোবাইল অপারেটিং অ্যান্ড্রয়েড স্থাপন করেছে। জাপানের ‘সেরাকু’ নামের একটি প্রতিষ্ঠান এই স্পর্শক এবং সহজযোগ্য পণ্যটি নির্মাণ করেছে। পণ্যটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ওয়াস বেসিন’। এটি আবহাওয়া সম্পর্কে যাবতীয় তথ্য ও খবর উপস্থাপন করতে সক্ষম। তা ছাড়া সংযুক্ত ওজন পরিমাপক যন্ত্রের মাধ্যমে ব্যবহারকারী তার ওজনও জানতে পারবে। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ট্যাবলেট স্থাপন করে পণ্যটি এলসিডিতে প্রদর্শন করাও সম্ভব। পণ্যটিতে ব্যবহার করা হয়েছে প্রতিফলিত গ্লাসের সেমি ট্রান্সপারেন্ট পিস। ফলে এটি অঙ্গভঙ্গি শনাক্ত করে সেই অনুযায়ী ফলাফল প্রদর্শন করতে পারে। বর্তমানে ‘স্মার্ট ওয়াস বেসিন’-এর ব্যবহার শুধু নমুনা পণ্যে ব্যবহার করা হচ্ছে। অভ্যর্থনা কক্ষ ছাড়াও বিক্রি হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে। তবে সেরাকুর কর্মকর্তারা এই পণ্যটি নিয়ে ভীষণ আশাবাদী। —ফোনস রিভিউ, এনগ্যাজেট অবলম্বনে Suvro


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন