বুধবার, ১৩ জুন, ২০১২

পুরুষের শহর লন্ডন-মুম্বাই

ঘোরাঘুরি বা বেড়ানোটা অনেকেরই পছন্দ। কেউ বেরিয়ে পড়েন প্রকৃতি দেখতে, কেউ বা ঘুরে দেখতে পছন্দ করেন বিভিন্ন স্থাপত্য নিদর্শন, আবার অনেকের পছন্দ বিভিন্ন দেশের শহর ঘুরে দেখা।
তবে বেড়াতে পছন্দ করেন এমন পুরুষের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে লন্ডন। এরপরই ভারতের মুম্বাই শহর। পুরুষের পছন্দের অন্য শহরগুলোর মধ্যে তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, এরপরেই ব্রাজিলের রিও ডি জেনিরো এবং চীনের সাংহাই রয়েছে পঞ্চম স্থানে। সাংহাইয়ের পরে নিউইয়র্ক, কলম্বিয়ার কার্টাগেনা, হংকং, ফ্রান্সের মার্সেই এবং ১০ নম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এ তালিকা করা হয়েছে জরিপের মাধ্যমে। পুরুষের ওয়েবসাইট অ্যাকস ডটকম এবং হোটেল রেনেসাঁ এ জরিপ চালায়। জরিপেই বেরিয়ে এসেছে ছেলেদের বেড়ানো বা ঘুরতে যাওয়ার জন্য প্রথম পছন্দের শহর লন্ডন। মোট ২৯টি শহর থেকে ওয়েবসাইট ব্যবহারকারীরা এ ১০টি শহরকে বেছে নেয়।
অ্যাকস ডটকমের সম্পাদক বলেন, এ বছর লন্ডনে বসবে অলিম্পিকের আসর। এ ছাড়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন হওয়ার কারণে পুরো বিশ্বের ‘আলোচনা বা কেন্দ্রে থাকবে এ শহর’।
মুম্বাইয়ের দ্বিতীয় স্থানে থাকার কারণ রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার। ওয়েবসাইট ব্যবহারকারীদের মতে মুম্বাইয়ের পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়ন, মিউজিক ফেস্টিভ্যাল এবং বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের কারণে মুম্বাই শহরের প্রতি পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে।
আন্তর্জাতিক ক্রীড়ার কেন্দ্রবিন্দুতে থাকা ব্রাজিলের রিও ডি জেনিরো আছে পছন্দের তৃতীয়তে। কারণ, ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে ব্রাজিলে। এ ছাড়া ২০১৬-এর অলিম্পিকও হবে এখানেই।
ওয়াশিংটনের চতুর্থ স্থানে থাকার কারণ হলো হিসেবে বলা হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে গরম হাওয়া বইবে এ শহরে। বিশ্বের সুপার পাওয়ারদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং অনিন্দ্য সুন্দর শহর হংকং রয়েছে পঞ্চম স্থানে।
আসছে ৮ জুন ইউরো ফুটবলের আসর বসছে ইউক্রেন ও পোল্যান্ডে। কিন্তু এ দুই দেশের কোনো শহর ছেলেদের পছন্দের তালিকায় নেই।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন