বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

পিসির মাউস পয়েন্টার কে মাউস ছাড়া পরিচালনা করুন

আমরা সকলে পিসি নিয়ে বিভিন্ন সমস্যায় পরি আর আমাদের উপায় খুজতে হয়।পিসির মাউস কোন কোন সময় খারাপ হয়ে যায় তখন যদি বিকল্প মাউস না থাকে তখন খুব অসুবিধায় না পরতে হয় সেটা আমরা সবাই না হলেও যাদের হয়েছে তার ভালো করো জানে।কিন্তু আমি আজ জানাবো কি করে এই সমস্যায় খুব সুন্দর ভাবে কোন বিকল্প মাউস ছারা বের হয়ে আসতে পারি।এই সমস্যার উপায় আপনার
কি-বোর্ড করে দেবে তাহলে আর চিন্তা কি।পিসির মাউস পয়েন্টার কে মাউস ছাড়া পরিচালনা করতে গেলে কি করতে হবে জানুন জানা থাকলে মাফ করবেন।প্রথমে কি-বোর্ড এ Alt + Left Shift + Num Lock Button + Ok টিপুন
keyboard850 300x139 পিসির মাউস পয়েন্টার কে মাউস ছাড়া পরিচালনা করুন এই লাল দাগ দেওয়া কি গুলি দিয়ে এদিক ওদিক করুন আর নরমাল করতে মাঝের ৫ বোতামটি টিপুন। আর ডিফল্ট পজিশনে ফিরে আসতে হলে Left Alt + Left Shift + Num Lockটিপুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন