- প্রথম blogger এ লগিন করুন এরপর Layout এ চলে যান এবং পরে Add a gadget
- এইবার HTML/Javascript সিলেক্ট করুন
- তার পর নিচের কোডটুকু HTML/Javascript এ ফাকাঁ স্থানে পেষ্ট করুন<script charset=”Shift_JIS” src=”http://chabudai.sakura.ne.jp/blogparts/honehoneclock/honehone_clock_tr.js”></script>কাজ শেষ এইবার আপনার ব্লগ দেখুন।
From this blog you can find some information's that related to computer ,media,electronics,movies,songs,interesting news,worlds current facts,medical,sports news and so on.
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২
আপনার ব্লগ/ওয়েব এ যুক্ত করুন একটি এনিমেটেড ঘড়ি। (১০০% ভাল লাগবে)
নিয়ে নিন Free DisplayTuner_v17 -MediaFire Link
।মাত্র ১ Mb সফটওয়্যার ইস্টল করে আপনার উইন্ডোজকে অরজিনাল করুন। এটি উইন্ডোজ ৭-৮-Xp সবটাতেই সাপোর্ট করে তাই কনো সমস্যা হবেনা।
নামঃ All activation windows 8-7-xp
direct link ওই সাইট এ যেতে পারেন – http://filehunk. com/all-activation-windows-8-7-xp/
অটোরান ভাইরাসমুক্ত কম্পিউটার মেমোরি কার্ড বা পেনড্রাইভ করেনিন
মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ বেশি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে ‘অটোরান’ ভাইরাসটি। অটোরান ঠেকাতে পারে- এমন বেশ কিছু সফটওয়্যার রয়েছে। ‘পান্ডা ইউএসবি ভ্যাকসিন’ এগুলোর মধ্যে জনপ্রিয়। সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারের ড্রাইভ, মেমোরি কার্ড ও পেনড্রাইভকে অটোরান ভাইরাসমুক্ত রাখা সম্ভব। এটি কম্পিউটার থেকে যেকোনো অটোরান ভাইরাস যেমন মুছে ফেলতে পারে, তেমনি নতুন কোনো অটোরান ভাইরাসকে কম্পিউটারে প্রবেশ করতে বাধা দেয়।
কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার পর এতে সংযুক্ত করা সব ইউএসবিতে স্বয়ংক্রিয়ভাবে একটি Autorun.inf ফাইল তৈরি করবে। ফাইলটি সাধারণত ‘হিডেন’ হিসেবে থাকবে, যেটি এ ড্রাইভে অন্য কোনো অটোরান ফাইল ঢুকতে দেবে না। ফলে ক্ষতিকর সব ধরনের অটোরান ফাইল থেকে ড্রাইভটি মুক্ত থাকবে।
এটি টিকার মতো কাজ করে, অর্থাৎ একবার কোনো ড্রাইভে ‘টিকা’ (সফটওয়্যারটির মাধ্যমে ভ্যাকসিন) দেওয়ার পর এটি কখনোই অটোরান ভাইরাসে আক্রান্ত হবে না। এমনকি কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল না থাকলেও ইউএসবি ড্রাইভকে অটোরান আক্রমণ করতে পারবে না।
সফটওয়্যারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে http://cnet.co/pandausb থেকে এটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। কম্পিউটারকে অটোরানমুক্ত করতে Vaccinet Computer-এ ক্লিক করতে হবে। আর পেনড্রাইভকে অটোরানমুক্ত করতে Vaccinet USB-তে ক্লিক করতে হবে।
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২
নিয়ে নিন IP Hide করার দারুন একটি softwere
যে সকল site এ এক বার sine in করা যাই , বা ip Create করে সেখানে আপনি এই softwere দিয়ে পুনরাই Sine Up করে পারবেন।
For Download Click HERE
785Kb
বিখ্যাত ব্যক্তিদের আজব কাণ্ড
লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন। @!@@ খামোখা !!!
রবীন্দ্রনাথ ঠাকুর:বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না। !!!!!!!!!!!কেন?????????
আলেকজান্দার দ্যুম: নীলকাগজে উপন্যাস লিখতেন, গোলাপি কাগজে কবিতা লিখতেন, আর পত্রপত্রিকায় ছাপানোর জন্য লেখা পাঠাতেন হলুদ কাগজে। @@@এত্ত কাগজ @@@
মার্কনি: বছরের ৩৬৫ দিনই সমুদ্র উপকূলে ঘুড়ি উড়াতেন, অন্যথা হলে তিনি নাকি ঘুমুতেই পারতেন না। দারুন তো……
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।
মাদাম কুরি: প্রায় প্রতিদিন বিভিন্নভাবে একবার করে আত্মহত্যার চেষ্টা করতেন। তাও কিন্ত মারা যাননি !!!!!!!!!!
জন এফ কেনেডি: দ্রুত কথা বলার বিশ্ব রেকর্ড করেছেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট। ১৯৬১ সালের এক বক্তৃতায় তিনি প্রতি মিনিটে ৩২৭টি শব্দ উচ্চারণ করেছিলেন ……. এত্তো তাড়াতাড়ি কি করে ???
বুধবার, ২৮ নভেম্বর, ২০১২
ব্লক করুন যেকোনো ওয়েবসাইট
আপনার কম্পিউটারে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যেন না খোলে সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন।এ জন্য অনাকাঙ্ক্ষিত সাইট ব্লক করতে হবে।ছোট্ট একটা ফাইল সম্পাদনা করেই এ কাজটি করা যায়। কম্পিউটারে নোটপ্যাড খুলুন।ফাইল থেকে ওপেনে ক্লিক করুন। নিচে Files of type থেকে All files নির্বাচন করুন।এবার C:/WINDOWSystem32/drivers/etc ফোল্ডারটি খুঁজে বের করুন।HOSTS ফাইলটি খুলুন। নিচে দেখুন একটা লাইন আছে এমন ‘127.0.0.1 localhost’। এর নিচে লিখুন 127.0.0.2 www.xyzabc.com ( যে সাইট ব্লক করতে চান) এবং সেভ করুন।তাহলে ওই সাইটটি ব্লক হয়ে যাবে এবং আপনার কম্পিউটার থেকে আর কেউ এটায় যেতে পারবে না।
অনেকগুলো সাইট ব্লক করতে চাইলে একইভাবে শুধু 127.0.0.1 এর জায়গায় 127.0.0.2 দিন, আরও করতে চাইলে 127.0.0.3 লিখে সাইটের পুরো ঠিকানা লিখবেন। আনব্লক করতে চাইলে ব্লক করার জন্য যে লাইনটা লিখেছিলেন, সেটা মুছে দিয়ে ফাইলটি সেভ করলেই চলবে।
সোমবার, ২৬ নভেম্বর, ২০১২
Windows 8 – কয়েকটি প্রধান সমস্যা ও সমাধান
আপনারা সবাই জানেন গত ২৬ অক্টোবর Microsoft আনুষ্ঠানিকভাবে Windows 8 বাজারে ছাড়ে। আমাদের দেশে ও চলে এসেছে এই নতুন অপারেটিং সিস্টেমটি। যারা আমার মত Pirated সিডি কিনে Windows 8 ইন্সটল দিয়েছেন বা দেবেন তারা কয়েকটি সমস্যায় পড়ছেন। আজ আমরা মূল কয়েকটি সমস্যার সমাধান দেখবো। এক্ষেত্রে একটু বলে নিই, Windows 8 মূলত Windows 7 এর একটি উন্নত ভার্সন। এই কারণে Installation System থেকে শুরু করে মোটামুটি সবকিছুই Windows 7 এর মত। কেবল মাত্র Theme এবং Using Protocol এ একটু পার্থক্য আছে। চলুন দেখে নেয়া যাক, যেসব সমস্যায় আমরা পড়িWindows 8 ইন্সটলের পর সেগুলোর সমাধান! 
১. Windows 8 অ্যাক্টিভ করুন :
Windows 8 ইন্সটল দেয়ার পর প্রথম যে সমস্যায় আমরা পড়ি সেটা হল Pirated Windows 8 টি কে Active বা Full Version করা। এই জন্য নিঃসন্দেহে একটি Windows Activation Loader প্রয়োজন হয়। ইন্টারনেটে অনেক Activator পাওয়া যায়, কিন্তু সেগুলো দিয়ে Windows 8 অ্যাক্টিভ করতে অনেক ঝামেলা! তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত সহজ Activator. যেটা শতভাগ কাজ করবে আমি নিশ্চয়তা দিতে পারি। Windows 8 ইন্সটল দেয়ার পর সবকিছুর কাজ শেষ হলে Activator ওপেন করে ক্লিক করুন। আপনার পিসি একবার Restart হবে। তারপর আপনি Windows Active হওয়ারNotification পাবেন! কাজ শেষ! 
২. Windows 8 এ ঘড়ি ঠিক করুন :
Windows 8 এর আরেকটি সমস্যা যেটা দেখা যায় সেটা হল ঘড়ি 12ঘন্টার পরিবর্তে 24 ঘন্টা হিসেবে দেখায়। অর্থাৎ ১২টার পর ১টা না হয়ে ১৩টা, ১৪টা এভাবে দেখায়। এটাকে 12 ঘন্টার ঘড়িতে নিয়ে আসার জন্য আপনার পিসির টাস্কবারের ঘড়িতে ক্লিক করুন। তারপর Change Time and Date Settings এ ক্লিক করলে নতুন উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Change Date and Time > Change Calender Settings > Time কমান্ড অনুসরণ করুন। এবার সেখানে Short Time এর ঘরে “hh:mm tt” এবং Long Time এর ঘরে “hh:mm:ss tt” সিলেক্ট করুন। এরপর Apply দিয়ে OK করুন। নিচের ছবি দেখুন -
দেখবেন আপনার ঘড়ি ১২ ঘন্টা হয়ে গেছে।
৩. খুঁজে পান Control Panel সহ Windows 7 এর স্টার্ট মেনুর সকল অপশন :
Theme এবং Using Protocol এর কিছু পরিবর্তনের কারণে Windows 8 এ Windows 7 এর মত বাম পাশের কোণায় কোন Start Button নেই। এইজন্য প্রথম প্রথম স্টার্ট মেনুর জিনিসপত্র খুঁজে পেতে একটু বেগ পেতে হয়। এমনকি আগে যেখানে Power Button ছিল সেখানে এখন কিছুই নেই! তাহলে পিসিShut Down বা Restart করবেন কিভাবে?? 
Windows 8 এর স্টার্ট মেনুর সব কিছু পাওয়ার জন্য আপনার ডেস্কটপের ডানপাশে উপরে বা নিচের যে কোন কোণায় মাউস কার্সর নিয়ে যান দেখবেন একটি সাইডবার ওপেন হবে। সেখান থেকে Settings অপশনটিতে ক্লিক করুন। দেখবেন উপরের সারিতে Control Panel সহ আপনার Power Button, Internet Access, Volume, Brightness, Keyboard সহ সকল অপশন পেয়ে গেছেন।
আর স্টার্ট মেনুর সকল জিনিসপত্র খুঁজে পাওয়ার জন্য আগের মত সাইডবার আনুন। সেখান থেকে Search অপশন এ ক্লিক করুন। দেখবেন Search এর অপশন সহ স্টার্ট মেনুর সব কিছু পেয়ে গেছেন।
৪. কী বোর্ডের Lay Out ঠিক করুন :
Windows 8 ইন্সটল দেয়ার একটা আজব সমস্যা সবার হয়, বিশেষ করে ল্যাপটপে। সেটা হল Shift+2 চাপলে (@) আসার কথা তার জায়গায় ( ” ) আসে। আর ( ” ) এর বাটনে ক্লিক করলে (@) আসে। এই আজব সমস্যার কারনে টাইপ করতে সমস্যা হয়। এর সমাধানের জন্য আপনার পিসির কন্ট্রোল প্যানেলে যান। সেখান থেকে Clock, Language and Region > Change Input Methods > Options > Add an input method কমান্ড অনুসরণ করুন। অনেকগুলো কী বোর্ড Lay Out আসবে। সেখান থেকে United States International Qwerty Keyboard সিলেক্ট করুন, তারপর Save করুন। দেখবেন আগের সমস্যাটি ঠিক হয়ে গেছে।
সাধারণত এই ৪টি সমস্যা সবার হতে দেখা যায়। আর তেমন কোন বিশেষ সমস্যা নেই Windows 8 এ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)